আবুল কালাম আজাদ খোকন: গত ১২ মে সিডনির ব্যাংকসটাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটার ও কমিউনিটি সেন্টারে কঞ্জুস নাটকটি মঞ্চায়িত হলো। এই নাটকটির নির্দেশক ছিলেন শাহীন শাহনেওয়াজ। তাঁরাই কঞ্জুস নাটকটির প্রথম প্রদর্শনী হয়ে গেল সিডনিতে। ‘সখের থিয়েটার’র প্রধান শাহীন শাহনেওয়াজ জানান, ‘বরাবরই প্রশংসা পেয়েছ কঞ্জুস। এগিয়ে থেকেছে প্রদর্শনীর ক্ষেত্রেও।
গল্প, সংলাপ আর অভিনয় মিলিয়ে দারুণ উপভোগ্য হয়ে উঠেছে। মঞ্চে দর্শকদের নাটক দেখতে উৎসাহিত করার জন্য কঞ্জুস-এর ভূমিকা অনেক। কঞ্জুস নাটকটি পুরোনো হয় না। সেই যে শুরু হলো ১৯৮৭ সালে, এখন পর্যন্ত মঞ্চ মাতিয়ে রেখেছে নাটকটি। বাংলাদেশের কোনো মঞ্চনাটকের এটাই প্রথম ৭০০তম প্রদর্শনী। এ এক প্রেরণাদায়ক ঘটনা। তারিক আনাম খান ফরাসি নাট্যকার মলিয়েরের দ্য মাইজার অবলম্বনে অনুবাদ করলেন কঞ্জুস নাটকটি।
১৯৮৩ সালের প্রথম দিকে নাটকটি মঞ্চে আনা হলো। শুরু থেকেই নাটকটি নিয়ে দর্শকের সাড়া পাওয়া গেল। সেই থেকে কঞ্জুস নাটকটির নিয়মিত প্রদর্শনী চলছে। সংলাপ বলা হয় পুরান ঢাকার আঞ্চলিক ভাষায়। শুধু জনপ্রিয়তা আর দর্শক নয়, দেশে ও বিদেশে বহুবার পুরস্কার অর্জন করেছে কঞ্জুস। কঞ্জুস পুরান ঢাকার বাসিন্দাদের বৈশিষ্ট্যপূর্ণ জীবন ও সংস্কৃতির ভিত্তিতে রূপান্তরিত, যাঁরা উর্দু ও বাংলা ভাষার মিশ্রণে এক বিশেষ ধারায় কথা বলেন। তাঁদের জীবনধারার আবহ তৈরি করার জন্য এই নাটকে পুরোনো দিনের জনপ্রিয় সব হিন্দি গান ব্যবহৃত হয়েছে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন
লাইলী : মাসহুদা জামান ছবি
বদিউজ্জামান : অরিজিৎ বড়ুয়া শাওন
কাযিম : মোহম্মদ খান তুষার
লাল মিয়া : ওয়াসিফ আহমেদ শুভ
হায়দার আলী: শাহীন শাহনেওয়াজ
গোলাপজান : আফসানা রুচী
ফচলু মিয়া : রনি জুবায়ের
কালা মিয়া : তানিম মান্নান
মর্জিনা : সাহিন আক্তার স্বর্না
আসলাম বেগ : মেহবুব রানা হিল্লোল
পুলিশ : শিরিন আক্তার
নৃত্যশিল্পী : সাদিয়া শাখওয়াত