অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার জেলহত্যা দিবস ২০২৪ পালন

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার জেলহত্যা দিবস ২০২৪ পালন

৩রা নভেম্বর বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিন বনিকের সভাপতিত্বে ও মাকসুদুর রহমান সুমন চৌধুরীর সঞ্চালনায় রেডরোজ ফাংশন সেন্টার রকডেলে যথাযথ ভাব গাম্ভীর্যের সাথে প্রয়াত জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, কেপ্টেন মনসুর আলী ও এম কামরুজ্জামানের রুহের মাগফেরাত কামনা করে জেলহত্যা দিবস পালিত হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য, দোয়া ও মোনাজাত করেন গভেষক, লেখক ও কলামিষ্ট কাইউম পারভেজ।
অনুষ্ঠানের প্রধান বক্তা হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন মোল্লা,
বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন চট্রগ্রাম সিটি কলেজের সাবেক নির্বাচিত ভি পি ও জি এস ইফতেখার উদ্দীন ইফতু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিমা বেগম, ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আবু তারিক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অস্ট্রেলিয়া যুবলীগের যগ্ম সাধারণ সম্পাদক অপু সারোয়ার।
আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আনিসুর রহমান রিতু, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি মঈদুজ্জামান সুজন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্রের লেখক এম আর আখতার মুকুলের সুযোগ্য কন্যা কবিতা পারভেজ, বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সম্পাদক মন্ডলির সদস্য মনসুর আহমেদ, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের ক্রিড়া সম্পাদক ও ঘাতক দালাল নির্মূল কমিটি অস্ট্রেলিয়ার সহ সভাপতি রেজাউল হাসান ভূট্রো, আওয়ামীলীগ নেতা পল মধু দাদা, আওয়ামীলীগ নেতা সুহাস আব্দুল, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল তালুকদার সাবেক ছাত্রলীগ নেতা তাছনিম উদ্দীন ফাহিম,
আরো উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামীলীগ নেতা জিয়ন ভাই, এনামুল হক, কিংশুক রয়, হুমায়ুন কবির, সাবেক ছাত্রলীগ নেতা সব্য সাচীব, শাহরিয়ার, মাইনুল, তৌহিদ আহমদ ও মাসফি রহমান প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিন বনিক দাদার সমাপনী বক্তব্য শেষে রাতের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।