আজ মহান বিজয় দিবস

আজ মহান বিজয় দিবস

বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খুশির দিন ১৬ই ডিসেম্বর। আজ থেকে ৪৭ বছর আগে, ১৯৭১ সালের এদিনে বাংলাদেশের অকুতোভয় মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর কাছে প্রায় এক লাখ হানাদার পাকিস্তানি সৈন্যের আত্মসমর্পণের মধ্য দিয়ে সূচিত হয়েছিল স্বাধীনতা সংগ্রামে বাঙালির পূর্ণ বিজয়। একাত্তরের ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ১৬ ডিসেম্বর তা বাস্তব পরিণতির রূপ নেয়। যে দীর্ঘ ৯ মাসব্যাপী ৩০ লাখ বাঙালির বুকের রক্তে, দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানি ও অগণিত মানুষের সীমাহীন দুঃখ-দুর্ভোগের বিনিময়ে বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন। বাঙালি জাতির জীবনে আজ তাই পরম আনন্দের দিন। আজ লাল সবুজের উৎসবের দিন।

বাংলাদেশের সাথে সাথে সারা বিশ্বের সকল বাঙালিদের আজ এই দিনটি বিশেষ আনন্দের দিন। অস্ট্রেলিয়াতেও তার ব্যতিক্রম নেই। এরই মধ্যে সিডনী, মেলবোর্ন, ব্রিজবেন, এডিলেড , পার্থ ও অন্যান্য শহরে অবস্থিত বাঙালিরা বিজয় উৎসব পালন শুরু করেছে।আজ কৃতজ্ঞ জাতি গভীর বেদনা ও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে স্বাধীনতার জন্য আত্মদানকারী ও সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী সেই সূর্যসন্তানদের।