মামুন বদরুদ্দোজা পলাশ: শনিবার, ২৬শে জানুয়ারি ছিল অস্ট্রেলিয়া দিবস | এ উপলক্ষে মেলবোর্নের প্রাণ-কেন্দ্র সোয়ানস্টোন স্ট্রিটে অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়া ডে-এর প্যারেড | যাতে অংশ নেয় মেলবোর্ন তথা অস্ট্রেলিয়ার বিভিন্ন জাতি গোষ্ঠী ভিত্তিক সংগঠন | প্রতিবার মতো এবারো বাংলাদেশিদের সংগঠন ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন-ভিবিসিএফ এতে অংশ নেয় | মেলবোর্নের বাংলাদেশী নারী পুরুষ ও শিশুরা, রংবেরঙের পোশাক যেমন শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া পরিধান করে প্যারেড প্রদক্ষিণ করেন | হাতে ছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পতাকা, নকশি কথা, ঢোল, ডুগডুগি, ঝুনঝুনি, নকশি করা হাতপাখা ইত্যাদি |দুই পশে দাঁড়িয়ে শত-সহস্র দর্শক প্যারেডকে করতালি ও শুভেচ্ছা জানান | তৈরী হয় উৎসব-মুখর পরিবেশ | আর মেলবোর্নের বাংলাদেশী জনগোষ্ঠীও গর্বিত বাংলাদেশকে সবার সামনে উপস্থাপন করতে পেরে |