কাউসার খান:সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস (বিএমএস)-এর ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন কমিটি ঘোষণা ছাড়াও অস্ট্রেলিয়ার চিকিৎসা সেবায় বাংলাদেশি চিকিৎসকদের অবদান, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
২০১০ সালে নতুন বাংলাদেশি চিকিৎসকদের অস্ট্রেলিয়ার চিকিৎসা খাতে যুক্ত হওয়ার প্রস্তুতিতে সহায়তা করার লক্ষ্যে দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভুত জ্যৈষ্ঠ চিকিৎসকেরা এ সংগঠন গড়ে তুলেন। বর্তমানে সংগঠনটিতে ৪ শতাধিক চিকিৎসক যুক্ত রয়েছেন। সংগঠনটি নবাগত চিকিৎসকদের পেশাগত সহযোগিতা, অস্ট্রেলিয়ান মেডিক্যাল কাউন্সিলের পরীক্ষা প্রস্তুতি, পেশাগত উন্নয়নমূলক সভা, দেশটির বাংলদেশি কমিউনিটিতে স্বাস্থ্য সচেতনতাসহ বহুমুখী কাজ করছে।
এবারের অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশি বংশোদ্ভুত চিকিৎসকবৃন্দ হলেন যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক মো. মিরজাহান মিয়া ও সায়েক খান। এ ছাড়া, সহ-সভাপতি হালিম চৌধুরী, জাকির পারভেজ ও মেহেদী ফারহান, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও ফয়জুর রেজা ইমন, কোষাধ্যক্ষ আমিন মুতাসিম চন্দন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক রিটন দাস, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বী, শিক্ষা বিষয়ক সম্পাদক ইশরাত জাহান। কার্যকরি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রশীদ আহমেদ, শায়লা ইসলাম, ফখরুল ইসলাম, আয়েশা আবেদীন এষা, গোলাম খুরশীদ তাপস, সাজেদুল ইসলাম, শাফিন রশীদ, হাবীব হাসান শিল্পী, শেখ হায়দার তপু, আব্দুল্লাহ আল মামুন, শেখ বদরুদ্দোজা শিপলু, মুজাহিদ হাসান শোভন, নাইম সারওয়ার, ফারহানা রিমি, ফারাহ নাজ, আসিফ আলম সাজ্জাদ, ও সত্যজিৎ দত্ত। সকল সদস্যের অংশগ্রহণ ও পরামর্শে ভবিষ্যতে নানামুখী কার্যক্রম আয়োজনের আশা ব্যক্ত করেন নতুন সভাপতি মো. মিরজাহান মিয়া। নতুন এ কার্যকরী কমিটি নির্বাচনের দায়িত্বে ছিলেন তিনজন চিকিৎসক রবিউল করিম, নূরুল ইসলাম ও তোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি রশীদ আহমেদ।