সাকিবের অন্য ধরনের ‘শতক’

সাকিবের অন্য ধরনের ‘শতক’

অনলাইন ডেস্ক ১২ জুন ২০১৫

সাকিব আল হাসান এখন আরেকটি কীর্তির আনন্দে বিভোর। টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে ১০০ উইকেট নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। বাংলাদেশের আর কোনো বোলারের এই কৃতিত্ব নেই। শুক্রবার ফতুল্লা টেস্টের তৃতীয় দিন শিখর ধাওয়ানের ফিরতি ক্যাচ নিয়ে অন্য ধরনের ‘শতকে’র আনন্দে মেতে ওঠেন সাকিব।

টেস্টে ঘরের মাঠে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলার মোহাম্মদ রফিক, ১৮ টেস্টে ৬৬ উইকেট নিয়ে। আর সাকিব ১০ টেস্ট বেশি খেলে নিয়েছেন ১০৩টি উইকেট।

৪০তম টেস্ট খেলতে নামা সাকিবের উইকেট আপাতত ১৪৬টি। টেস্টে তিনিই বাংলাদেশের সফলতম বোলার। ৩৩ টেস্টে ১০০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রফিক। তৃতীয় স্থানে থাকা মাশরাফি বিন মুর্তজা ৩৬ টেস্ট খেলে ৭৮ উইকেট নিয়েছেন।

২০০৭ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষেই অভিষেক হয়েছিল সাকিবের। বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে সাকিব ১৩ ওভার বল করে ২৯ রান দিলেও একটি উইকেটও পাননি। ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে পরের দুই টেস্টেও উইকেট পাননি বর্তমানে টেস্ট ও টি-টোয়েন্টিতে বিশ্বসেরা এই অলরাউন্ডার।

২০০৮ সালের জানুয়ারিতে নিজের চতুর্থ টেস্টে সাকিব প্রথম উইকেট পান, ওয়েলিংটনে নিউজিল্যান্ডের ওপেনার ক্রেইগ কামিংকে আউট করে। আর নিজেদের মাটিতে প্রথম উইকেট পান একই বছরের মার্চে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে ফিরিয়ে দিয়ে। ( সুত্রঃ এনটিভিবিডি, ১২ জুন ২০১৫)