লুৎফর রহমান রিটন
ঘৃণ্য সে আল বদর
অথচ এই স্বাধীন দেশেই তার ছিলো কী কদর!
রক্তের দাগ মুজাহিদের নখরে আর দাঁতে
কী ক্ষমতা বুদ্ধিজীবী নিধনকারীর হাতে!
মুক্তিযুদ্ধ অস্বীকারে দম্ভ ছিলো তার
তাই করেছে কটাক্ষ সে প্রকাশ্যে বারবার!
ভেবেছিলো কেশাগ্র তার পারবে না কেউ ছুঁতে
ঝামলা হলে রক্ষা তাকে করবে মায়ে-পুতে।
বিএনপি আর জামাত জোটের দুঃশাসনের কালে
বদররূপী বাঁদরটা ঠিক চড়েছে মগডালে!
ঠাঁই পেয়েছে মন্ত্রীসভায়! আর কী বাকি থাকে!
অপমানের চূড়ান্তটাই করলো বাংলা মাকে…
তিরিশ লক্ষ শহিদ ঘুমায় যেই মাটিরই কোলে
সেই মাটিতে দাঁড়িয়ে ঘাতক হিংস্র ফনা তোলে!
সেই মাটিতে মুজাহিদের ঘৃণ্য পদক্ষেপে
কাঁদতো শহিদ, খোদার আরশ উঠতো কেঁপে কেঁপে!
সেই মাটিতে মুজাহিদের ফ্ল্যাগ ওড়ানো গাড়ি!
লাল সবুজের পতাকাটাও বিষণ্ণতায় ভারী…
ধর্ষিতা মা লাঞ্ছিতা বোন শহিদ পরিবার–
সময় এলো অশ্রু মুছে হাস্য করিবার…
মৃত্যুদণ্ড কার্যকরের প্রতীক্ষাতে জাতি
আয় ছেলেরা আয় মেয়েরা জয়োৎসবে মাতি।
১৬ জুন ২০১৫ ( সুত্রঃ Facebook)