অনলাইন ডেস্কঃ ৩ জুলাই ২০১৫
অস্ট্রেলিয়ার সিডনি শহরের ২টি ডেন্টাল ক্লিনিকের কমপক্ষে ১১ হাজার রোগী এইচআইভি ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) স্বাস্থ্য সংস্থা। খবর প্রেস টিভির।
এনএসডব্লিউ কর্তৃপক্ষ জানায়, নিম্নমানের পরিষ্কারক সামগ্রী এবং সরঞ্জামাদির নির্বীজনের কারণে হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সিডনির জেন্টেল ডেন্টিস ক্লিনিক, সারেহিলের ডেন্টাল প্রাক্টিসেস সেন্টার, সারে হিলস এবং বন্ডাই জাংশনে এসব রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
কর্তৃপক্ষ আরও জানায়, বিগত ১০ বছরে যারা এ ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা নিতে এসেছে তাদের সাথে এইচআইভি নিয়ে আলোচনা করা হচ্ছে। বিগত ১০ বছরে ক্লিনিকগুলোতে দাঁতের চিকিৎসা নিতে আসা রোগীদের অনেকেই হেপাটাইটিস-বি ও সি-তে আক্রান্ত ছিল বলে জানান চিকিৎসকরা।
প্রতিবেদনে বলা হয়, ডা. স্টার্কেনবার্গসহ ৫ চিকিৎসককে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
৭৫ বছর বয়সী ডেন্টিস্ট স্টার্কেনবার্গ বলেন, এ ঘটনার জন্য তিনি খুবই দুঃখিত।
তবে জেন্টেল ডেন্টিস ক্লিনিকের মালিক এ ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হননি।
(সুত্রঃ ব্রেকিংনিউজ, ২ জুলাই ২০১৫)