বিশ্বকাপ নিয়ে টুইটারে পার্ল হারবারের খোঁটা

বিশ্বকাপ নিয়ে টুইটারে পার্ল হারবারের খোঁটা

অনলাইন ডেস্ক: ০৭ জুলাই ২০১৫

মহিলা ফুটবল বিশ্বকাপে জাপানকে হারিয়ে যুক্তরাষ্ট্রের শিরোপা জেতার পর, মার্কিন সমর্থকরা টুইটারে কটাক্ষের ঝড় তুলেছে।

রোববার রাতের ফাইনালে ৫-২ গোরে জাপানকে হারিয়েছে যুক্তরাষ্ট্রের মহিলা ফুটবল দল। পরপরই টুইটারে শুরু হয়ে কট্টর দেশপ্রেমের বহিঃপ্রকাশ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটিতে হামলার বদলা নেয়া হলো বলে খোঁটা দেয়া হচ্ছে জাপানি সমর্থকদের।

ক্লয়েড রিভার্স নামে একজন মার্কিনী তার টুইটার বার্তায় লিখেছে, “হ্যালো জাপান, পার্ল হারবারের জবাব দেয়া হলো।” তার এই টুইটটি ৮৫০০ বার শেয়ার করা হয়েছে। পছন্দ করে টিক দেয়া হয়েছে ১১,০০০ বার।

স্য গার্সিয়া নামে অন্য আরেক মার্কিন সমর্থক লিখেছে, “তারা পার্ল হারবার ধ্বংস করেছিলো, আমরা তাদের স্বপ্ন ধ্বংস করে দিয়েছি।”

হিরোশিমা এবং নাগাসাকিতে পারমানবিক বোমা পেলার ঘটনাকেও টানা হয়েছে কিছু টুইটে।

এই ধরণের আক্রমনাত্মক ভাষা এবং বক্তব্যে অনেক জাপানি টুইটারে বিস্ময় প্রকাশ করেছে। তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রেরই অনেক টুইটার ব্যবহারকারী।

টেইলর পেরি নামে একজন লিখেছেন, “পার্ল হারবার কৌতুক করার কোনো বিষয় নয়। হিরোশিমা কৌতুকের বিষয় নয়….এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নয়, এটা ২০১৫ সালে মহিলাদের একটি সকার ম্যাচ।”

গিঞ্জ নামে আরেকজন তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, “তোমাদের আচরণে কোনো কৌতুক নেই ..তোমরা সব বাজে লোক।” (সুত্রঃ বিবিসি বাংলা, ০৭ জুলাই ২০১৫)