কবে আমরা এক হবো, একটি দিনে সবাই মিলে ঈদ করব???

কবে আমরা এক হবো, একটি দিনে সবাই মিলে ঈদ করব???

অস্ট্রেলিয়াতে বাঙ্গালীদের ঈদ এক মানে এক বিরম্ভনা। প্রতি রোজার ঈদ এ চাঁদ দেখা নিয়ে শুরু হয় এক মতানৈক্য। কেও বলে আমরা সৌদি আরব কে অনুসরণ করব আবার কেও বলে আমরা বাংলাদেশ কে। বিদেশের মাটিতে প্রতিটি বাঙ্গালী মুসলমানরা সারা মাস রোজা রেখেও এই দিনটিকে খুবই মর্যাদা সহকারে পালন করার তৃপ্তি পায়না। পাশাপাশি বাড়ির বাঙ্গালী পরিবারট একজন ঈদ করেন শুক্রবার  আর অন্য জন ঈদ করবেন শনিবার। কেন এত মতের পার্থক্য ?

আমরা বিদেশের মাটিতে সংখ্যালঘু। আমার মনে পড়ে প্রাক্তন প্রধান মন্ত্রি জন হাওআরড একবার মুসলিম নেতৃবৃন্দদের কে বলেছিলেন এক হওে আসতে একটি সঠিক দিন নিয়ে, তা হলে ঐ দিনটি আমাদের জন্য ঐছছীক ছুটির দিন গননা করার প্রস্থাব আন যেতে পাড়ে। আজ হতে কত যুগ পড়ে আমরা এক হব কে কি জানি?

ঈদ এর জামাত এর কিছু সময় দেখলেই আন্দাজ করা যায় আমরা কি রকম অবস্থার মধ্যে আছি।

সিডনির ঈদ জামাত এর একটি কিছু সময়সূচীঃ

  • মিন্টু মসজিদ

১৭ ই জুলাই সকাল ৭টায়, ৪৪ ওয়েস্তমরলেন্ড রোড

 

  • অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার,

১৭ ই জুলাই সকাল ৮টায়, আল-ফাইসাল কলে্‌জ, মিন্টু

 

  • ইংগেলবার্ন ইস্লামিক সোঁসাইটি

১৮ ই জুলাই সকাল ৯ টায়, ইউনিটিইং চার্চ

অক্সফোর্ড স্ট্রীট ও কাম্বারলেন্ড রোড এর কর্নার।

পার্থ এ ঈদ পালন হবে রবিবার ১৯ ই জুলাই (http://www.perthmuslimnews.org/)

আবার ১৮ ই জুলাই শনিবার (http://www.timeanddate.com/holidays/australia/eid-al-fitr)

মেলবোর্ন এর একটি চিত্রঃ

১৭ ই জুলাই (https://victorianmuslimah.wordpress.com/ )

আবার আরেকটি গ্রুপ ১৮ই জুলাই

edivictoria

 

 

 

 

 

 

 

 

আমরা একই দেশে থাকি। এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সময় এর পার্থক্য ৪ ঘণ্টার মতো কিন্তু ঈদ পালন করি তিনটি ভিন্ন দিনে। কবে আমরা এক হবো একটি দিনে সবাই মিলে ঈদ করব??? যে যেখানে থাকুন সবাইকে সিডনি বাঙ্গালির পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা রইল। সবার ঈদ হউক আনন্দের।