এবার চাঁদের আলোয় তাজমহল দেখা যাবে ই-টিকিট বুকিং করে

এবার চাঁদের আলোয় তাজমহল দেখা যাবে ই-টিকিট বুকিং করে

অনলাইন ডেস্কঃ ২৩ আগস্ট ২০১৫

খন থেকে অনলাইনে ই-টিকিট বুকিং করেই জ্যোৎস্না-স্নাত তাজমহল দেখার সুযোগ পাবেন আগ্রহীরা।

এতদিন রাত ৮ টা ৩০ মিনিট থেকে রাত ১২ টা ৩০ মিনিট পর্যন্ত তাজমহল দেখার সুযোগ ছিল পর্যটকদের। তবে সেটার জন্য সশরীরে গিয়ে আগাম টিকিট কাটতে হতো। এবার সেই সুযোগকে আরও সহজ করতে চালু হল ই-বুকিং।

কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী মহেশ শর্মা জানান, রাতে সবমিলিয়ে কোনও পর্যটক ৩০ মিনিট তাজমহলের ভিতরে থাকতে পারবেন। যেদিন রাতের শোভা দেখতে চান পর্যটকেরা, সেদিন বিকেল ৩ টার মধ্যে অনলাইনে ই-বুকিং করতে হবে।

পূর্ণিমার রাতে তাজমহলের শোভা দেখতে পেলে জীবন ধন্য হয়ে যায়। ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন এই স্মৃতিসৌধের শোভা চাঁদের আলোয় যেনো আরো বেশি মায়াবী হয়ে ওঠে। আর যারা তা নিজের চোখে দেখেছেন তারা ছাড়া এই সৌন্দর্য মুখে বলে বোঝানো সম্ভব নয়।

জানা গিয়েছে, পূর্ণিমার দিন ছাড়াও আগে পরে মিলিয়ে মোট ৫ দিন এই সুযোগ পাওয়া যাবে। এ বিষয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে। খুব তাড়াতাড়ি এই ই-পরিসেবা চালু হবে।(সুত্রঃলেটেস্টবিডিনিউজ.কম)