প্যারিসের সন্ত্রাসী হামলার পেছনে আছে যে ধর্মান্ধ আইএসএর সশস্ত্র বাহিনী, তাদের যে কোন মূল্যে ধ্বংস করা হবে।

প্যারিসের সন্ত্রাসী হামলার পেছনে আছে যে ধর্মান্ধ আইএসএর সশস্ত্র বাহিনী, তাদের যে কোন মূল্যে ধ্বংস করা হবে।

অনলাইন ডেস্কঃ ২৮ নভেম্বর ২০১৫

ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওঁল্যাদ বলেছেন, প্যারিসের সন্ত্রাসী হামলার পেছনে আছে যে ধর্মান্ধ সশস্ত্র বাহিনী, তাদের যে কোন মূল্যে ধ্বংস করা হবে।

দু সপ্তাহ আগে ঐ হামলায় নিহতদের স্মরণে আজ প্যারিসে এক অনুষ্ঠানে তিনি একথা বলেছেন।

এদিকে ফ্রান্স এই প্রথমবারের মতো বলেছে, সিরিয়া থেকে ইসলামিক স্টেটকে নির্মূল করার এই অভিযানে দরকার হলে তারা সিরিয়ার সরকারি বাহিনীর সাহায্য নিতেও প্রস্তুত।

প্রেসিডেন্ট অঁল্যাদ মস্কোতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক বৈঠক শেষে দেশে ফেরার পর তার পররাষ্ট্র মন্ত্রী লরাঁ ফ্যাবিও একথা জানিয়েছেন।

মিঃ ফ্যাবিও বলেছেন শুধু বিমান আক্রমণ চালিয়ে ইসলামিক স্টেটকে ধ্বংস করা সম্ভব হবে না। এর জন্য স্থল সেনাদের প্রয়োজন। এবং ফ্রান্স সেখানে কোনো স্থল সেনা পাঠাবে না।

কাজেই মিঃ ফ্যাবিও বলেছেন এক্ষেত্রে স্থলে যুদ্ধ করবে সিরিয়ার বিদ্রোহী বাহিনীর সৈন্যরা, সুন্নি আরব সেনারা।

পাশিপাশি তিনি বলেছেন সিরিয়ার সরকার বাহিনীই বা বাদ যাবে কেন? তারাও এই লড়াইয়ে অংশ নেবে।

ফরাসী সরকারের দিক থেকে এটা বড়ধরনের অবস্থান বদলের একটা ইঙ্গিত – কারণ এতদিন পর্যন্ত ফ্রান্স বলে আসছিল যে সিরিয়ার সঙ্কট সমাধানে বাশার আল আসাদের প্রশাসনের কোনোরকম ভূমিকা থাকতে পারবে না – এবং এই অবস্থানে তারা অনড় ছিল।

এখন রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করে আসার পর ফরাসী পররাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রুশ কর্তৃপক্ষ অনেকদিন ধরেই বলে আসছে আইএসের বিরুদ্ধে কোনোরকম স্থল অভিযানে সিরিয়ার সরকারি বাহিনীর অংশগ্রহণ জরুরি।

এছাড়াও পররাষ্ট্র মন্ত্রী লরাঁ ফ্যাবিও বলেছেন মধ্যপন্থী বিরোধীদের লক্ষ্যবস্তু না করে তার বদলে আইএস–এর ওপর বিমান হামলা চালানোর পেছনে ফরাসী যুক্তির সঙ্গেও এখন রাশিয়া একমত পোষণ করেছে । ( সুত্রঃ বিবিসি)