আইভি রহমান : ৪ মে ২০১৮ ক্যানবেরাবাসীদের জন্য খুব রহমতের একটা দিন কারণ বহু দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই দিন ক্যানবেরায় উদযাপিত হয়েছে সাবাহ আল-আহমাদ মসজিদ এবং ইসলামিক এডুকেশন সেন্টার এর। আমরা মনে করি আল্লাহ বৃষ্টির মাধ্যমে ঢেলে দেন তাঁর রহমত। আর আশ্চর্যজনক ভাবে এই শুক্রবারে সেই রহমতের বৃষ্টি আমাদের ভিজিয়েছে। একেতো দীর্ঘ প্রতীক্ষার অবসান সাথে আল্লাহর তরফ থেকে নেমে আসা নেয়ামতের ফোঁটায় ভিজে আমরা পালন করেছি এই বিশেষ দিনটি। সকাল এগারটায় আমন্ত্রিত অতিথিরা চলে আসেন। তারপর কোরআন তেলোয়াত করা হয় সাড়ে এগারটায়। তারপর এই বিশাল ২ মিলিয়ন ডলার প্রোজেক্টের সহায়তা দেবার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। কুয়েতের এম্ব্যাসেডর মাননীয় নাজীব আল বাদের তাঁর ভাষণে এই কাজে সহায়তা দিতে পেরে তাঁরাও কৃতজ্ঞ একথা জানান। অস্ট্রেলিয়ার প্রধান মন্ত্রীর বাণী পড়ে শোনান মাননীয় MP Chris Crowther Member for Dunkley.
CIC Ahbaaballah Nasheed Group এর ব্যানারে এক দল ছোট্ট বাচ্চার দল ইসলামী সঙ্গীত শোনায়। জুম্মার নামাজের মাধ্যমে নবনির্মিত বিলাসবহুল অত্যাধনিক মসজিদের ফিতা কাটা হয় কুয়েতের আম্ব্যাসেডরের মাধ্যমে। তারপর সবাইকে আমন্ত্রণ জানানো হয় এক রাজকীয় মধ্যাহ্ন ভোজে। চমৎকার ভাবে আয়োজিত পুরো অনুষ্ঠান সবার জন্য এই স্মৃতি পদ্ম হয়ে থাকবে অনেক অনেক দিন। আমরাও এক ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম।