সিডনির অনলাইন নিউজ পোর্টাল ‘নবধারা নিউজ’ এ বছর অতিক্রম করছে গৌরবের ছয় বছর। ৬ষ্ট বছর পূর্তি উপলক্ষে সিডনিতে ‘নবধারা নাইটস-২০১৮’ অনুষ্ঠিত হয়। উত্ত অনুষ্ঠানে জন বরেণ্য ব্যক্তিত্ব রণেশ মৈত্র আজীবন সন্মাণনা পদকে ভূষিত করা হয়।
উল্লেখ্য, তিনি এ বৎসর একুশে পদকপ্রাপ্ত হয়েছেন প্রধানমন্ত্রী কর্তৃক। রণেশ মৈত্র ১৯৩৩ সালে পাবনা জেলায় জন্মগ্রহন করেন। ১৯৫০ সালে পাবনা গোপালচন্দ্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক পাশ করেন। ঢাকা সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। ১৯৬৯ সালে যোগ দেন পাবনা বারে।
সাংবাদিকতা শুরু করেন ১৯৫২ সালে, সিলেটের ‘সাপ্তাহিক নওবেলাল’ পত্রিকার মাধ্যমে। এরপর বার্তা সংস্থা ইউপিপি, পিটিআই, দৈনিক সংবাদ, মর্নিং নিউজ, পাকিস্তান অবজারভার, দি ডেইলি স্টার, দৈনিক নিউ নেশন প্রভৃতি পত্রিকার সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখনও বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকেন। রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আছেন। রণেশ মৈত্র অল্পবয়সেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৪৮ সালে পাবনা গোপালচন্দ্র ইনস্টিটিউশনে নবম শ্রেণিতে অধ্যয়নকালে ভাষা আন্দোলনে যোগ দেন। পাবনা শহরে বায়ান্নর ভাষা আন্দোলনেও ব্যাপক অবদান রাখেন। রণেশ মৈত্র বিনাবিচারে প্রায় ১৫ বছর জেল খেটেছেন। স্বাধিকার সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অসামান্য অবদান রেখেছেন তিনি। তাঁর রচিত গ্রন্থ ‘রুদ্ধ চৈতন্যে বিপন্ন বাংলাদেশ’।