সিডনিতে পাহাড় থেকে পা পিছলে পরে বাংলাদেশী অস্ট্রেলিয়ান যুবকের প্রাণহানি

সিডনিতে পাহাড় থেকে পা পিছলে পরে বাংলাদেশী অস্ট্রেলিয়ান যুবকের প্রাণহানি

ছবি :ম মনোয়ার সরকার অনিক ( সংগৃহিত)

আজ দুপুরের ১২:৪০মিনিটের নাগাদ মনোয়ার সরকার অনিক নাম বাংলাদেশী অস্ট্রেলিয়ান এক যুবক সিডনির দক্ষিণে ক্লিফটনের ক্লিফ ব্রিজ এর নিকট ৪০ মিটার উঁচু পাহাড়ের চূড়া থেকে পা পিছলে পরে যায়। বন্ধুদের সাথে পাহাড়ের কিনারা দিয়ে হাটার সময় পা পিছলে পড়ে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে নিউ সাউথ ওয়েলস পুলিশ জানান। উল্লেখ্য, এই পাহাড়ের কিনারা দিয়ে হাটা অত্যন্ত বিপদজনক এবং ভ্রমণকারীদের এ পথ ব্যবহারের জন্য নিরুৎসাহিত করা হয়।
অনিকের বয়স ২২ বছর বলে বিশ্বস্ত সূত্রে জানা যায় । দুই ভাইয়ের মধ্যে অনিক ই বড় ছিল। অনিক অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। সে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রী নেয়ার পর সিডনি ইউনিভার্সিটিতে পিএইচডি করছিল।

অনিকের বাবা ইলিয়াস সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ের অধ্যাপক ছিলেন এবং বর্তমানে তিনি শারজাহ ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। অনিকের মৃত্যুতে পরিবার সহ সমস্ত অস্ট্রেলিয়ান বাংলাদেশীদের মধ্যে এক শোকের ছায়া নেমে আসে।

ইলয়ারার ক্লিনফটনের সী ক্লিফ বীজ