অস্ট্রেলিয়ায় কোথায় কখন দুর্গাপূজা পালিত হবে !

অস্ট্রেলিয়ায় কোথায় কখন দুর্গাপূজা পালিত হবে !

অজয় দত্ত :বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্টান হচ্ছে দুর্গাপূজা। আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। প্রতি বছর বাংলাদেশ, ভারত, নেপাল, কম্বোডিয়া, এবং ইন্দোনেশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে মহাসাড়াম্বরে দূর্গা পূজা পালিত হয়ে থাকে। ইতিহাস মতে বাংলাদেশে রাজা কংসনারায়ণ  সর্বপ্রথম মহাআড়ম্বরে শারদীয়া দুর্গাপূজা উদযাপন শুরু করেছিলেন তাহিরপুর,রাজশাহীতে । শুরুতে দূর্গা পূজা মূলত বনেদি ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পথপরিক্রমায় তা বারোয়ারি বা সাৰ্বজনীন পূজায় রূপ নেয়। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই বারোয়ারি পূজা একসময় ধর্মীয় এবং সংস্কৃতির সেতুবন্ধন এ পরিণত হয়।

দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে পূজা মানেই হচ্ছে দেশের সংস্কৃতি, মুল্যবোধ এবং সম্প্রীতির পরিপূরক এক আয়োজন। এখানে যেমন ধর্ম বর্ণ জাতি বেদাবেদ ভুলে সবাই মেতে উঠে আনন্দে সেই একই সঙ্গে খুঁজে বেড়ায় শিকড়ের টান। অনেকেই চলে যান সেই ছোটোবেলার বাড়ির পূজাতে বা বাড়ির সন্নিকটের সেই মন্দিরের পূজার স্মৃতিতে ।পৃথিবীর বিভিন্ন দেশের মত অস্ট্রেলিয়াতেও বাঙালি হিন্দুরা দূর্গা পূজা উদযাপন করে থাকেন।  বিভিন্ন সূত্রমতে অস্ট্রেলিয়াতে প্রথম দুর্গাপূজা অনুষ্টিত হয় ১৯৭৪ সালে ১২ সদস্য বৈশিষ্ট বেঙ্গলি এসোসিয়েশন অফ নিউ সাউথওয়েলস এর উদ্যোগে। সেই থেকে প্রতিবছর অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়ে  আসছে বিভিন্ন বাংলা ভাষাবাসী সংগঠনের উদ্যোগে। ৯০ দশকের মাঝামাঝি বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ পূজা এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ সোসাইটি অফ পূজা এন্ড কাল্চার ইনক দূর্গা পূজা আয়োজন করে আসছে। বিগত কিছু  বছর যাবৎ বিভিন্ন বাংলাদেশী, বাংলাভাষাভাষী সহ অন্নান্য ভাষাবাসী হিন্দু সংগঠন দূর্গা পূজার আয়োজন করে আসছে।

দূর্গা পূজা যেহেতু বাংলা পঞ্জিকার তিথি অনসারে করা হয়ে থাকে, আর প্রতিবছরই পূজা মোটামোটি সোম  থেকে শুক্র বার এর মধ্যে হয়ে থাকে সেহেতু অস্ট্রেলিয়াতে দূর্গা পূজার আয়োজন হয়ে থাকে পূজার তিথির আগের বা পরের শনি এবং রবিবার ছুটির দিনে।  কোনো কোনো সংগঠন একদিন বা কেউ কেউ  ২ দিন পূজার আয়োজন করে থাকেন।বিগত ২ বছর যাবৎ সিডনি এর নুতন এবং একমাত্র সংগঠন আগমনী অস্ট্রেলিয়া ইন্ক  তিথি অনুসারে ষষ্ঠী  থেকে দশমী ৫ দিন পূজা করে আসছে । পূজার নিয়মঅনুসারে ষষ্টি ,সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী পূজা পালিত হয়ে থাকে। পূজার এই সময়ে বাংলাদেশে যেমন পূজা সংশ্লিষ্ট ব্যক্তিরা থাকেন মহা ব্যস্ততায় তেমনি করে অস্ট্রেলিয়ার আয়োজক সংগঠন সংশ্লীষ্টরা ও থাকেন পুরো উদ্যোমী।  সব বাঙালি হিন্দু পরিবারেই এসময় থাকে পূজার সাজ সাজ রব। পূজা উপলক্ষে  নূতন জামা কাপড় কিনা, ঘরবাড়ি সাজানো থেকে শুরু করে সবই করে তাকেঁ এই পূজা কে উপলক্ষ্য করে।  সব পূজা মণ্ডপেই দিনভর শাস্ত্রীয় পূজার সাথে সাথে বিভিন্ন অনুষ্ঠানের যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপতিনাচ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। কেউ কেউ পূজার সময় পরিবার পরিজন নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন এবং বিশেষ করে শিশুদের আমাদের বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় এবং শিক্ষা দিয়ে থাকেন।  বাঙালিদের  ষষ্টি থেকে শুরু এই পূজার সমাপ্তি হয় মহিলাদের সিঁদুর খেলা এবং দেবী দূর্গা এর আশীর্বাদ প্রাপ্তির মাধ্যমে দশমীদিনে  যেদিন দেবী দুর্গাকে বিধায় জানানো হয়।

পাঠকদের জন্য অস্ট্রেলিয়াতে উদযাপিত দুর্গাপূজার কিছু স্থানের পূজার সূচি এবং ঠিকানা দেওয়া হল যেখানে সবাই সাদরে আমন্ত্রিত।

১. আগমনী অস্ট্রেলিয়া ইনক (১৫ই অক্টোবর ২০১৮ থেকে ১৯শে অক্টোবর ২০১৮ )

গ্লেনফিল্ড কমিউনিটি হল,১০ নিউটাউন রোড,গ্লেনফিল্ড, নিউসাউথওয়েলস।

২. বাংলাদেশ পূজা এসোসিয়েশন  (১৩ই অক্টোবর ২০১৮  থেকে ১৪ই অক্টোবর ২০১৮)
জেমস কুক বয়েস, কোগরাহ,নিউসাউথওয়েলস

৩. বাংলাদেশ সোসাইটি ফর পূজা এন্ড কাল্চার  ( ২০শে অক্টোবর ২০১৮)
রেডগাম সেন্টার, ওয়েনত্বর্থবিলে, নিউসাউথওয়েলস

৪. অস্ট্রেলিয়ান বেঙ্গলি হিন্দু এসোসিয়েশন (১২ই অক্টোবর ২০১৮ থেকে ১৪ই অক্টোবর ২০১৮)
গ্রানভিল বয়েস হাই স্কুল, গ্রানভিল , নিউসাউথওয়েলস

৫. ভক্ত মন্দির (ভিএমএস) ( ২০শে  অক্টোবর ২০১৮)
নর্থমেড হাই স্কুল ,নর্থমেড, নিউসাউথওয়েলস

৬. বেঙ্গলী এসোসিয়েশন অফ নিউসাউথওয়েলস ( ১২ই অক্টোবর ২০১৮ থেকে ১৪ই অক্টোবর ২০১৮)
কনকর্ড হাই স্কুল, নিউসাউথওয়েলস

৭. উত্তরণ ওয়েস্টার্ন সিডনি  ( ১৩ই অক্টোবর ২০১৮)
কাম্বারল্যান্ড হাই স্কুল, কালিংফোর্ড, নিউসাউথওয়েলস

৮. সিডনি উৎসব  ( ২০শে  অক্টোবর ২০১৮)
স্ট্যার্থফিল্ড গার্লস হাই স্কুল, নিউসাউথওয়েলস

৯. নবরূপ সিডনি  ( ১৩ই অক্টোবর ২০১৮)
সানসূচি পাবলিক স্কুল, রকি পয়েন্ট, নিউসাউথওয়েলস

১০.স্বাগতম  (২০শে  অক্টোবর ২০১৮)
থর্নটন কমিউনিটি সেন্টার,পেনরিথ, নিউসাউথওয়েলস

১১. বাংলাদেশ অস্ট্রেলিয়া পূজা এসোসিয়েশন, ক্যানবেরা  ( ১৩ই অক্টোবর ২০১৮ থেকে ১৪ই অক্টোবর ২০১৮)
ডাফি প্রাইমারি স্কুল, ক্যানবেরা

১২. মেলবোর্ন বেঙ্গলি এসোসিয়েশন (১৩ই অক্টোবর ২০১৮ থেকে ১৪ই অক্টোবর ২০১৮)
২ দেউৎগাম স্ট্রিট, ওয়েররিবী, ভিক্টোরিয়া

১৩. বেঙ্গলি পূজা এন্ড কালচারাল সোসাইটি অফ ভিক্টোরিয়া ( ১৯শে অক্টোবর থেকে  ২১শে অক্টোবর ২০১৮ )
হাঙ্গেরিয়ান কমিউনিটি সেন্টার, ওয়ান্তিরনা, ভিক্টোরিয়া

১৪.বাংলাদেশ পূজা এন্ড কালচার সোসাইটি অফ ব্রিসবেন (২০শে  অক্টোবর ২০১৮ থেকে  ২১শে অক্টোবর ২০১৮)
লোগান ওয়েস্ট কমিউনিটি হল,কুইন্সল্যান্ড

১৫.বেঙ্গলি সোসাইটি অফ কুইন্সল্যান্ড (১২ই অক্টোবর ২০১৮  থেকে ১৪ই  অক্টোবর ২০১৮)
এস্পলি স্টেট স্কুল, কুইন্সল্যান্ড

১৬. বাংলাদেশ পূজা এন্ড কালচার  সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়া  (১৯শে  অক্টোবর ২০১৮ থেকে  ২০শে  অক্টোবর ২০১৮)
ক্লোভেলি পার্ক মেমোরিয়াল কমিউনিটি সেন্টার, সাউথ অস্ট্রেলিয়া

১৭. প্রবাসী বেঙ্গলি অফ পার্থ   (১২ই অক্টোবর ২০১৮ থেকে ১৪ই অক্টোবর ২০১৮)
ক্যানিং টাউন হল, ক্যানিংটন, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া