কাউসার খান:অস্ট্রেলিয়ার দক্ষিণ রাজ্যের রাজধানী অ্যাডিলেডে সৌরভের ফুল – গৌরবের সুবাস শিরোনামে বাংলাদেশি বংশোদ্ভূত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমমান পরীক্ষায় উচ্চ সাফল্যের সঙ্গে উত্তীর্ণদের এ সংবর্ধনা দেওয়া প্রদান করা হয়।
গত ২৯ সেপ্টেম্বর শনিবার অ্যাডিলেডের ব্রাইটন পারফর্মিং আর্ট সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সর্বমোট ৭ জনকে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। তারা হল অম্লান চৌধুরী, আনিসা আব্দুল্লাহ, ফারাহ ইউনুস, লাবিবা রশ্নি, রুহ সাফা পৌষী, পরিধী কর্মকার এবং শ্রাবণী সাহা। বাংলাদেশি শিক্ষার্থীদের সুশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে অ্যাডিলেডের বাংলা বইয়ের একমাত্র পাঠাগার পিদিম। সংবর্ধনার আগে এক বইমেলা আয়োজন করে।সন্ধ্যায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে আয়োজকরা। এতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শিল্পী অংশগ্রহণ করেন। আগামীতেও এমন আয়োজন করবেন বলে অ্যাডিলেইড থেকে জানিয়েছেন পিদিম পাঠাগারের প্রতিষ্ঠাতা এ এফ এম এনায়েতউল্লাহ।