ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (DUAAA) প্রতিবছরের মতো এবারও অমর একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করবে ।দিবসটি পালন উপলক্ষে সিডনির এ্সফিল্ড পার্কে একুশে একাডেমি অস্ট্রেলিয়ার আয়োজিত অনুষ্ঠানের সময়সূচী অনুযায়ী আগামী ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার সকাল ৯:২১ মিনিটে প্রভাত ফেরীর পর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করা হবে ।
এসোসিয়েশনের পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র/ছাত্রী , শিক্ষক/শিক্ষিকা এবং বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে তাদের পরিবার পরিজন সহ ১৭ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯:০০ টার মধ্যে এসফিল্ড পার্ক স্মৃতিসৌধে উপস্থিত হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়।