দলবাজি

দলবাজি

একটা থালায় চারটি রুটি
একটু আচার একটু ডাল,
একই থালায় দুজন খাবে
যুদ্ধ হয়তো আসছে কাল।

একটা মাঠে দু’জন সেপাই
দলীয় রাজনীতির সীমান্তে,
দু’জন আছে দুই দিকে
আর বন্ধু তারা অজান্তে।

দেশের মানুষ ভাগ করেনি
দেয়নি কোথাও খড়ির দাগ,
নেতারা সব ঝগড়া করেন
জলে কুমির ডাঙায় বাঘ।

ঝগড়া থাকে আড়াল করে
পিঁপড়ে খায় লাভের গুড়,
রাজপথে সব দলের সেপাই
দেশ প্রেমের দিন মজুর।

দুই হাতে লাঠি সোটা
স্লোগান বেশি খাবার কম,
রাজধানীতে হিসেব কষে
এদের নেতা ওদের যম।

যমের বাড়ি কাছেই আছে
অনেক দূরে নিজের ঘর,
দেশ প্রেমের নজির হলো
শেষ ঠিকানা ঐ কবর।

ক্ষিধের দলীয় পরিচয় নেই
নেই স্লোগান নেই কবরটাও,
এবার দলবাজিকে ছুড়ে ফেলে
দলবাজিকেই কবর দাও।

সাইদুল ইসলাম মন্টু
পার্থ , অস্ট্রেলিয়া