সিডনির ব্যাঙ্কস্টাউনের পল কিটিং পার্কে বরাবরের মতো দর্শকের বিপুল সমাগম আর আনন্দ উল্লাসে হয়ে গেল ‘ভালোবাসার বাংলাদেশ’ মেলা। প্রতি বছরের মতো তারুন্য ও সম্প্রীতিকে প্রাধান্য দিয়ে সিডনির বাংলাদেশিদের মধ্যে ভালোবাসা দিবসের সৌহার্দ্য ছড়িয়ে দেওয়ার প্রয়াসে আয়োজন করা হয় এই মেলার। গত শনিবার (১৬ ফেব্রুয়ারি) ব্যাংকসটাউনের পল কেটিং পার্কে দিনের মধ্যভাগে শুরু হয় এই আয়োজন। বেলা ৩টা থেকেই জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়া মেলা প্রাঙ্গণে দেশীয় পণ্য ও মুখরোচক সব খাবারে বিভিন্ন স্টলে ভিড় ছিল মেলায় আগতদের। শিশুদের জন্যও ছিল বিশেষ রাইডের বিপুল আয়োজন, যেহানে নিশ্চিন্তে ঘুরে বেড়ানো শিশুদের জন্য খুলে দেয়া হয়েছিলো আরেক ভুবন। এ ছাড়া পরিবার পরিজনসহ মেলায় আগত লোকজনকে আনন্দমুখর পরিবেশে মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়াতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকে।
মেলার অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার আনন্দঘন উত্তেজনা তুঙ্গে রেখে মঞ্চে গান পরিবেশন করেন বাংলাদেশের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী আরেফিন রুমি ও জিঙ্গেল কুইনখ্যাত নুসরাত কৃতি। দুজনের জনপ্রিয় গানের একক পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। দর্শকদের অনুরোধের গানও পরিবেশন করেন দুজনে। এ ছাড়া সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিশু শিল্পীদের বিভিন্ন পরিবেশনাও ছিল মনোমুগ্ধকর, বিশেষ করে কিশোলয় কচি-কাচা, বাংলা মিউজিক এবং ড্যান্স একাডেমি, কিশোর সঙ্ঘ-এর পরিবেশনা ছিলো একদমই মন জয় কড়া । সেই সঙ্গে জমজমাট স্থানীয় শিল্পীদের নাচ, গান, কবিতা আবৃত্তি ও ফ্যাশন শো। নাচ পরিবেশনা করেন পুরবী পারমিতা বোস, গান করে মেলা মাতিয়ে তোলেন টুম্পা, মিথুন, লিপি, আনিস-রোকসানা, সজীব, নাবিলা আফ্রিদা স্রোতস্বিনী। মেলায় বরেণ্য প্রবাসী
বাংলাদেশিদের সঙ্গে মূলধারার রাজনৈতিক, সামাজিক নেতারাও অংশ নেন। মেলায় প্রত্যাশার চেয়েও অনেক বেশী দর্শক অংশগ্রহণ করেছেন, যা ছিলো চমকে দেয়ার মতো। গত মেলার
বিপুল সাফল্যের পর এই বছর মেলায় তিল ধারনের যায়গা ছিলো না। সেই সাথে বিভিন্ন বাংলা স্কুলের পরিবেশনা, আবৃত্তি, দ্য লুক-এর ফ্যাশন শো, গান-নাচের নান্দনিক পরিবেশনার সাথে অনবদ্য উপাস্থপনা মেলাটিকে সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম ভালো লাগার সংযোজন বলে জানিয়েছেন মেলায় আগতরা । এবারের সফলতা ভবিষ্যতে আরও বড় আয়োজনের উদ্যোগ নিতে অনুপ্রাণিত করবে বলে আশাবাদী সিডনির এই সংগঠনটি। ব্র্যান্ডিং বাংলাদেশের আয়োজনে ‘ভালোবাসার বাংলাদেশ” মেলাটি তরুন-তরুনীদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলতে সক্ষম হয়েছে। এই মেলার টাইটেল স্পন্সর ছিলো ওয়েস্ট ইন হোমস, এছাড়া লিবারা মোবাইল সহ অন্যান্য মুলধারার ব্যবসা ও সামাজিক প্রতিষ্ঠানগুলিও স্বতস্ফুর্তভাবে জড়িয়ে পড়ে মেলাটির সাথে। ছবিতে ছবিতে এবারের মেলার কিছু অংশ।