ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এ্যাসোসিয়েশন অষ্ট্রেলিয়ার বার্ষিক মিলনমেলা ২২ সেপ্টেম্বর

ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এ্যাসোসিয়েশন অষ্ট্রেলিয়ার বার্ষিক মিলনমেলা ২২ সেপ্টেম্বর

আগামী ২২ সেপ্টেম্বর ২০১৯ রোববার ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এ্যাসোসিয়েশন অষ্ট্রেলিয়ার (DUAAA) বার্ষিক মিলনমেলা ও বারবিকিউ অনুষ্ঠিত হবে ওয়েস্টার্ন সিডনি পার্কল্যান্ডের লিজার্ড লগ পার্কে। এই মিলনমেলায় ঢাকা ইউনিভার্সিটি এলামনাই পরিবারের সকল সকলকে এবং পারবারিক বন্ধুদের অংশ গ্রহণের জন্য আমন্ত্রণ জানান, এই এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংঘটনটির সেক্রেটারি জেনারেল আনিছ মজুমদার। উল্লেখ্য যে, ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মদ্যোগি প্রাক্তন ছাত্র-ছাত্রীরা মিলে অষ্ট্রেলিয়াতে এই সংগঠনটি গড়ে তোলে। এরপর থেকে প্রতি বছরই এক বা একাধিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এ্যাসোসিয়েশন অষ্ট্রেলিয়া পরিবার একত্রিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এই বাৎসরিক মিলনমেলার আয়োজন করা হচ্ছে।

ভেন্যু : Western Sydney Parkland, Lizard Log Park (Ironbark and Pimelea picnic areas)
ভেনু ম্যাপ: https://www.westernsydneyparklands.com.au/assets/Uploads/191213MP1NthLizardLogMapNorthUpC.pdf
ভেন্যুর ঠিকানা : The Horsley Drive & Cowpasture Road, Abbotsbury, NSW
তারিখ : 22 September 2019, Sunday (9am to 5pm)

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:
আনিছ মজুমদার
সেক্রেটারি জেনারেল,(DUAAA)
Mobile: 0411 021 837, Email: anismajumder@gmail.com