রতন কুন্ডু : বিগত দুই দশক যাবৎ বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (BEN) অস্ট্রেলিয়া নিরলস ভাবে কাজ করে যাচ্ছে |গত ১৯ অক্টোবর সিডনির টুঙ্গাবি অ্যাঙ্গলিকান চার্চ হলে বাংলাদেশে ডেঙ্গু মহামারী, কারণ সমূহ, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয় | অনুষ্ঠানের শুরুতেই মূল আয়োজক- ড. স্বপন পাল অনুষ্ঠান উদ্বোধন করে বক্তব্য রাখেন | এর পর প্রথম সেশন শুরু হয় | এতে সভাপতিত্ব করেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মমতা চৌধুরী | রিপোর্টারের দায়িত্ব পালন করেন সুরভী পাল ও পরিবেশ বিজ্ঞানী নাজিজা ফাতেমি | অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পরে স্বাগত বক্তব্য রাখেন ড. মমতা চৌধুরী | ডেঙ্গু থেকে বেঁচে আসার স্মৃতিচারণ করেন নতুন প্রজন্মের মাস্টার ঈশান তারিক | এর পরে বাংলাদেশে ডেঙ্গুর বর্তমান তথ্যচিত্র উপস্থাপন করেন সিডনিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল খন্দকার মাসুদ আলম |
দ্বিতীয় পর্ব চেয়ার করেন পরমাণু গবেষণাকেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ মজুমদার | এই পর্বে পেপার প্রেজেন্ট করেন সিডনি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিশেষজ্ঞ ড. ক্যামেরন ওয়েব, মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ পরামর্শক ড. কৃষ্ণা হোর্ট ও নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের পি এইচ ডি স্কলার ড. কিশোর পাল |
তৃতীয় সেশনে সভাপতিত্ব করেন ডাঃ মোঃ সাফি | এই পর্বে গবেষণাপত্র উপস্থাপন করেন মিঃ ক্যামেরন ওয়েব ও ড. স্বপন পাল |
চতুর্থ সেশনে সভাপতিত্ব করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিজ্ঞানী ও সার্ভিলেন্স কোঅর্ডিনেটর ড. রতন কুন্ডু | আলোচনায় সব একাডেমিক, বিজ্ঞানী ও পরিবেশবিদরা অংশগ্রহণ করেন | আলোচনা শেষে ড. কুন্ডু বাংলাদেশ হাই কমিশন, সরকার ও অন্যান্য নির্বাহী ও গণসচেতনমূলক বিভাগে প্রেরিতব্য সুপারিশ সমূহ পাঠ করেন | সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে ড. স্বপন পাল সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন |