০৭ জুন ২০১৫
০৭ জুন সকাল ১১ টায় কাম্পেলটাউন বাংলা স্কুল এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্বতঃস্ফূর্তভাবে বাংলা স্কুলের ছুট বন্ধুরা যথারীতি দৌড়, লম্ফদড়ি, সৃতি পরীক্ষা , আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । এছাড়াও সকল বয়সের অভিবাবকদের মধ্যে গোল কিক করার প্রতিযোগিতাটি ছিল আনন্দের। বাংলা স্কুলের উদ্যোগে একই সাথে চলে বারবিকিউ। নেপালের ভুমিকম্পে আহতদের সাহায্যের আবদনে সারা দেয় উপস্থিত সবাই এবং তাৎক্ষনিক ভাবে $৮০০.০০ পরিমান অর্থ তহবিলে জমা পরে। উক্ত অর্থ, মাকারথার নেপালি কমুউনিটির প্রতিনিধি জনাব রাজ কুমার আধিকারি কে বাংলা স্কুলের পক্ষ থেকে জনাব নাজমুল খান প্রদান করেন। রাজ কুমার বাংলা স্কুলের এই মহান উদ্যোগকে স্বাগত জানান এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। বারবিকিউ টি স্পন্সর করেন কাজী সুপার মার্কেট।
সবশেষে প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অভিবাবক ছাড়াও উপস্থিত ছিলেন বাংলা স্কুলের সাবেক ও বর্তমান কমিটির আনেকেই।