গত রবিবার ২০ মার্চ, ২০২২ সকাল ৯ টায় এ্যশফিল্ড পার্কে সিডনির প্রথম স্থাপিত আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধে সমবেত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রভাত ফেরীতে সমবেত কণ্ঠে “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রয়ারী আমি কি ভুলিতে পারি ..”একুশের এই গানটি গেয়ে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন।
সিডনির করোনা পরিস্থিতির কারণে একুশে একাডেমী অস্ট্রেলিয়া একুশের প্রভাতফেরী ও বইমেলা এই দুইটিরই অনুষ্ঠান করার ঘোষণা দিয়েছিলেন ফেব্রুয়ারী মাসের যথাযথ তারিখে কিন্তু কাউন্সিলের অনুমতি না পেয়ে তারিখ পরিবর্তন করে মার্চের ২০ তারিখ নিয়ে আসে।
যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো প্রাক্তন ছাত্রছাত্রীদের অবস্থান সিডনিতে তারপরও কেন যেনো ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার একুশের প্রভাত ফেরীতে সদস্যদের উপস্থিতি খুবই নগন্য ছিল। এইবারই প্রথম এই সংগঠনের কার্যকরী পরিষদের মাত্র একজন নির্বাহী সদস্য ছাড়া আর কেউ উপস্থিত ছিল না ।