সি ডি এন আই এর উদ্যোগে জাতীয় পারিবারিক সপ্তাহ উদযাপিত

সি ডি এন আই এর উদ্যোগে জাতীয় পারিবারিক সপ্তাহ উদযাপিত

সিডনির নেতৃস্হানীয় ও ব্যাতিক্রমধর্মী স্বেচ্ছাসেবী সংগঠন কালচারাল ডাইভার্সিটি নেটওয়ার্ক ইন্ক্ ( সি ডি এন আই ) এর উদ্যোগে গত ১২ জুন গ্লেনউড কম্যুনিটি হাব এ উদযাপিত হলো ” জাতীয় পারিবারিক সপ্তাহ” | দিন ব্যাপি আয়োজিত এই ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠানে ভিন্ন ভাষাভাষী শতাধিক অংশগ্রহণকারীর পদচারণায় অনুষ্ঠানস্থল হয়ে উঠে প্রবীণ ও নবীনদের এক নান্দনিক মিলন মেলায়|
অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী আদিবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু করেন সি ডি এন আই এর কোষাধ্যক্ষ সাদিয়া তাবাস্সুম এবং এই আয়োজনের বিশেষ উদেশ্য হিসাবে আমাদের দীর্ঘদিনের লালিত পারিবারিক ঐতিহ্যকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেয়ার উপর গুরুত্ব আরোপ করেন |

সি ডি এন আই আর প্রতিষ্ঠাতা সভাপতি, কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের কাউন্সিলর ডঃ সাবরিন ফারুকী তাঁর সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপ্রণালী উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন | তিনি করোনাকালীন সময়ে সংগঠনের গত দুই বছরে সফলভাবে সম্পন্ন প্রজেক্ট এবং তার সুবিধাভোগী জনগোষ্ঠী বিশেষ করে শরণার্থী, নারীর ক্ষমতায়ন, পারিবারিক সহিংসতা এবং মাল্টিকালচারাল প্রবীণদের সহায়তার বিষয় তুলে ধরেন|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্ল্যাকটাউন সিটি কাউন্সিলর ক্যারল ইসরায়েল এবং খুসপিন্দর কর | ডা: ইসরাত জাহান তাঁর ব্যাংকসটাউন হাপাতালে কর্ম অভিজ্ঞতটা তুলে ধরে আমাদের কম্যুনিটির প্রবীণদের স্বাস্থ বিষয়ক সমস্যা এবং তার সম্ভাব্য প্রতিকার নিয়ে আলাপ করেন| প্রবীণদের মধ্যে জনাব মোস্তফা আব্দুল্লাহ অস্ট্রেলিয়ায় প্রথম মাইগ্রেশন এর অভিজ্ঞতা বিনিময় করেন |অনুষ্ঠানস্থলে আঁকিয়ে মোঃ সাইফুল ইসলাম এর আঁকা ছবির প্রদর্শনী অনেকের দৃস্টি আকর্ষণ করে |
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ” ফ্যামিলি ট্রি ” ও ” নাম ফলক ” | সি ডি এন আই এর পক্ষ থেকে অংশগ্রহণকারী সকলকে মধ্যাহ্ন ভোজ ও বৈকালীন চা-নাস্তা পরিবেশন করা হয় |
এই অসাধারণ আয়োজন সফল করতে মিস সাদিয়া তাব্বাসুম, খুরশিদ রেজা ইবনে রাহমান, মিসেস ইমরানা শরীফ , আরিফ আহমেদ , আসিফ ইমরান এবং সি ডি এন আই এর অনান্য স্বেচ্ছাসেবীরা অক্লান্ত পরিশ্রম করেন |

সি ডি এন আই এর অকাধিক বন্ধু সংগঠনের প্রতিনিধিরা এই আয়োজনে অংশ নেন যাদের মধ্যে আরাকান রোহিঙ্গা ডেভেলপমেন্ট এজেন্সি- অস্ট্রেলিয়ার জনাব মোহাম্মদ রউফ , ফিলসপার্ক এর মিস ক্যারোল ইসরায়েল , মাল্টি কালচারাল কমিউনিটি কানেক্ট ইন্ক্ ( এম সি সি আই ) আর পক্ষ থেকে কামাল পাশা প্রমূখ|
সর্বশেষে খুরশিদ রেজা ইবনে রাহমান এর নেতৃত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশনা করা হয়| উলেখ্য শিশু শিল্পী আরিবের পরিবেশনা সকলের দৃষ্টি কাড়ে !