সিডনিতে ন্যাশনাল স্পোর্টস ক্রিকেট ক্লাবের পুরস্কার বিতরণী

সিডনিতে ন্যাশনাল স্পোর্টস ক্রিকেট ক্লাবের পুরস্কার বিতরণী

অস্ট্রেলিয়ার সিডনিতে ন্যাশনাল স্পোর্টস ক্রিকেট ক্লাবের বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত ৬  অগাস্ট (শনিবার) বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ৩৮ জন জুনিয়র ক্রিকেট খেলোয়াড়কে পুরস্কার বিতরণ করা হয়। ক্লাবের সকল কার্যকরী সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন  অস্ট্রেলিয়ান পার্লামেন্ট মেম্বার শওকত মুসলমেন, জিহাদ দিব, কেন্টারবাড়ি ব্যাঙ্কসটাওন কাউন্সিলের  মেয়র খাল আসফাওর, ডেপুটি মেয়র বিল্লাল আল হায়েক ও কাউন্সিলর কার্ল সালেহ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথীদের ক্লাবের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। পুরস্কার বিতরণীতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের প্রেসিডেন্ট মামুন রশিদ । তিনি বলেন, ছেলে মেয়েদের মনস্তাত্ত্বিক বৃদ্ধি, শারিরীক সুস্থতা, নেতৃত্বদান ক্ষমতা বৃদ্ধির জন্যে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই তিনি সকল ছেলে মেয়েদের সুন্দর ভবিস্যতের জন্য মাঠে এসে উন্মুক্ত পরিবেশে খেলাধুলা করতে আহব্বান জানান।

আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের পর তারা পুরস্কার বিতরণীতে অংশগ্রহণ করেন l নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি  ঘটে।

You may also like

মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি মানে কোরান বা বাইবেল নয় !

ফজলুল বারী:একটি চিঠি নিয়ে অনলাইন এখন গরম! অনেক