গতকাল বিকেল ২:৪৫ এর দিকে ক্যানবেরার হাজাল হওক এভিনিউ এবং চপিংস রোডে একটি টয়োটা হাসব্যাক এবং টয়োটা ভ্যানের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়।
টয়োটা হাসব্যাকের ড্রাইভার মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে আই সি ইউ তে ভর্তি রয়েছেন এবং টয়োটা ভ্যানের ড্রাইভারও হাসপাতালে ভর্তি আছেন।
ফায়ার রেস্কুই টিম এবং ইমার্জেন্সি বিভাগের লোকজন হ্যাসবাক কেটে তিনজনের মৃত দেহ উদ্ধার করেন।
সোশ্যাল মিডিয়া থেকে জানা যায়, হ্যাসব্যাক চালাচ্ছিলেন ক্যানবেরা নিবাসী ডক্টর আনোয়ার জাহিদ. ছবিতে কালো পুমা জ্যাকেট পরা, যিনি এখন হাসপাতালেএ আই সি ইউ তে ভর্তি অবস্থায় জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
হ্যাসব্যাকের নিহতদের মধ্যে রয়েছেন ডক্টর আনোয়ারের বাবা শহিদুল ইসলাম (৬২) (অবঃ উপজেলা মৎস কর্মকর্তা), মা রাজিয়া সুলতানা (৫৫) (অবঃ প্রাথমিক বিদ্যালয়) এবং ছোট ভাই রনি (২২).
এছাড়া এই জানা যায়, ডক্টর আনোয়ারের বাবা ও মা অস্ট্রেলিয়া আসার আগে হজ্জ্ব পালন করেন।
এই সংবাদে ক্যানবেরা, সিডনি, মেলবর্ন, ব্রিজবেন তথা সারা অস্ট্রেলিয়ার বাংলাদেশীদের মধ্যে ব্যাপক শোকের ছায়া নেমে আসে