গত ২১-১০-২৩ থেকে ২৪-১০-২৩ ইং তারিখ পর্যন্ত শারদীয় দূর্গা পূজার উৎসব মুখর পরিবেশে বিভিন্ন পূজামন্ডবে ফুলবাড়ীয়া উপজেলার নেতা- কর্মীদের নিয়ে ব্যস্ত সময় কাটান নব্বইয়ের স্বৈরাচার আন্দোলনের নেত্রী সেলিমা বেগম সালমা। সেলিমা প্রায় তিনশত ত্রিশটির অধিক উঠান বৈঠকে এবং শতাধিক পথসভা করে ১৫১ ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে আলোড়ন সৃষ্টি করেছেন ইতিমধ্যে। শারদীয় দুর্গা পূজার উৎসবের নিমন্ত্রনে চার দিনে প্রায় ৩৪ টি পূজা মন্ডব পরিদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সেলিমা বেগম সালমা।
ফুলবাড়িয়ার যে সমস্ত পূজা মণ্ডপে সেলিমা পরিদর্শন করেন তাদের মধ্যে ছিল :
★হাতিলেট দুবলা খোলা দুর্গা মন্দির, রাঙ্গামাটি ইউনিয়ন।
★দত্তবাড়ি সর্বজনীন পূজা মন্দির, রাঙ্গামাটি ইউনিয়ন।
★ঠাকুরবাড়ি পূজা মন্দির, নাওগাঁ ইউনিয়ন।
★৫নং কৃষ্ণ মেম্বার বাড়ি দুর্গা মন্দির, নাওগাঁও ইউনিয়ন।
★৫৭ নং হোরবাড়ি দাসপাড়া দুর্গা মন্দির,কালাদহ ইউনিয়ন।
★৬৩নং মহেশপুর ঘোষপাড়া দুর্গা মন্দির ভবানীপুর ইউনিয়ন।
★১৩ নং মহেশপুর ঘোষপাড়া দুর্গা মন্দির ভবানীপুর ইউনিয়ন।
★৬৪নং বটতলা পূজা মন্দির, ভবানীপুর ইউনিয়ন।
★লাঙ্গল শিমুল দাসপাড়া দুর্গা মন্দির আছিম পাটুলি ইউনিয়ন।
★কুশমাইল দেওনাইপাড় সর্বজনীন শ্রী শ্রী কালী মন্দির,কুশমাইল ইউনিয়ন।
★কুশমাইল টেকিপাড়া(দাসবাড়ী) সর্বজনীন পূজা। মন্দির,কুশমাইল ইউনিয়ন।
★৫৪নং বিদ্যানন্দ বর্মনপাড়া দুর্গা মন্দির,কালাদহ ইউনিয়ন।
★৫৫ নং বিদ্যানন্দ পশ্চিম বর্মনপাড়া পাড়া দুর্গা মন্দির , কালাদহ ইউনিয়ন।
★৬২ নং রাম নগর হিন্দু পাড়া দর্গা মন্দির, আছিম পাটুলি ইউনিয়ন।
★৫৩ নং আয়না বাড়ী পালপাড়া দুর্গা মন্দির, এনায়েতপুর ইউনিয়ন।
★৫৮ নং শুশুতি লক্ষ্মী মন্দির দুর্গা পূজা, কালাদহ ইউনিয়ন।
★৯নং নাওগাঁও নামা পালপাড়া দুর্গা মন্দির, নাওগাঁও ইউনিয়ন।
★১২ নং নাওগাঁও পালবাড়ি দুর্গা মন্দির, নাওগাঁও ইউনিয়ন।
★৪ নং কেশরগঞ্জ বাজার কালী মন্দির, নাওগাঁও ইউনিয়ন।
★১৩ নং পালাশীহটা ধোপাপাড়া দুর্গা মন্দির, নাওগাঁও ইউনিয়ন।
★১০ নং নাওগাঁও দামবাড়ি দুর্গা মন্দির, নাওগাঁও ইউনিয়ন।
★৪৬ নং বাকতা নাথ বাড়ি দুর্গা মন্দির, বাককা ইউনিয়ন।
★৪৪ নং ফুলবাড়িয়া নাথপাড়া দুর্গা মন্দির ফুলবাড়িয়া সদর ইউনিয়ন।
★২নং ঋষিপাড়া দুর্গা মন্দির ফুলবাড়িয়া পৌর ৮নং ওয়ার্ড।
★১নং সার্বজনীন দুর্গা মন্দির,ফুলবাড়িয়া পৌর ৮নং ওয়ার্ড।
★৩ নং পশ্চিম বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির, ফুলবাড়িয়া পৌর ৩নং ওয়ার্ড।
★ চকরাধাকানাই (পালপাড়া) সার্বজনীন দুর্গা মন্দির, কুশমাইল ইউনিয়ন।
★৩৬ নং শ্রী শ্রী সার্বাজনীন দুর্গা মন্দির, কুশমাইল ইউনিয়ন।
★১৪ নং হাটকালির বাজার দুর্গা মন্দির, পুটিজানা ইউনিয়ন।
★২০ নং বেরিবাড়ি পূর্বপাড়া যোগেশ সরকার বাড়ি দুর্গা মন্দির, পুটিজানা ইউনিয়ন।
★২১ নং বেরিবাড়ি পূর্বপাড়া দুর্গা মন্দির, পুটিজানা ইউনিয়ন।
★১৫ নং নামাপাড়া বৃন্দাবন ডাক্তারের বাড়ি দুর্গা মন্দির, পুটিজানা ইউনিয়ন।
★৪৩ নং দেওখোলা মাঝি বাড়ী দুর্গা মন্দির, দেওখোলা ইউনিয়ন।
★৪২ নং দেওখোলা পূর্ব মাঝিবাড়ী দুর্গা মন্দির, দেওখোলা ইউনিয়ন।
এছাড়াও তিনি প্রতিদিন গনসংযোগ এবং নানাবিধ সামাজিক কার্যক্রমেও অংশ নিচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয় প্রত্যাশী জনপ্রিয় নারী নেতৃত্বের উজ্জ্বল নক্ষত্র সর্বজনীন পরিচিত ক্লিন ইমেজের নেত্রী হিসেবে ইতিমধ্যে তার অবস্থান সুদৃঢ করে রেখেছেন। সেলিমা নব্বইয়ের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।