বিশ্বের এক নম্বর সুখী দেশে অস্ট্রেলিয়া

বিশ্বের এক নম্বর সুখী দেশে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্কঃ ২০ জুন ২০১৫

আধুনিক জীবনযাত্রার সবকিছুই অস্ট্রেলিয়ায় সহজলভ্য। তাই বর্তমানে বিশ্বের এক নম্বর সুখী দেশের নাম অস্ট্রেলিয়া। সমৃদ্ধ অর্থনীতি এবং উন্নত জীবনযাত্রার কারণে সুখী দেশ হিসেবে অস্ট্রেলিয়াকে স্বীকৃতি দিয়েছে অর্গানাইজেশন ফর ইকনোমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) সংস্থাটি। বিশ্বের ৩০টিরও বেশি দেশের জনগণের আয়, স্বাস্থ্য, নিরাপত্তা ও গৃহায়ন ব্যবস্থার ওপর জরিপ চালিয়ে এই তালিকা তৈরি করা হয়। প্রাকৃতিক সম্পদের কারণে গত দুই দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়া তার অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছে। ২০০৯ সালে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার মধ্যেও যে কয়টি উন্নত দেশ তাদের আর্থিক সংকট কাটিয়ে ওঠতে সক্ষম হয় অস্ট্রেলিয়া তাদের অন্যতম। অস্ট্রেলিয়ার ১৫ থেকে ৬৪ বছর বয়সী ২ কোটি ৩০ লাখ মানুষ চাকরি করে আয় করে থাকে যা ওইসিডির গড়ের চেয়েও বেশি। আর দেশটির গড় আয়ু হচ্ছে ৮২ বছর। এসব সম্মিলিত কারণেই অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে সুখী মানুষের দেশ হিসেবে ওঠে এসেছে। তাছাড়া সুশাসনের ভিত্তিতে করা আরও কয়েকটি জরিপে অস্ট্রেলিয়া এগিয়ে থেকেছে সবসময়। অস্ট্রেলিয়ার শক্তিশালী অর্থনীতি জনগণকে দূরে রেখেছে দুর্নীতি থেকে। অস্ট্রেলিয়ার শহরকেন্দ্রিক আবাসন ব্যস্ততা বাড়লেও এখনো গ্রামীণ জীবনের পিছুটান জীবনযাত্রা করেছে সরল। ( সুত্রঃ বিডি প্রতিদিন, ১৮ জুন ২০১৫)