অনলাইন ডেস্কঃ ০৮ আগুস্ট ২০১৫
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়কে কুপিয়ে হত্যার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে খুনীদের দ্রুত বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় পূর্ব গোড়ান টেম্পোস্ট্যান্ডের কাছে পাঁচতলা ভবনের পঞ্চম তলার ভাড়া বাসায় নিলয়কে কুপিয়ে হত্যা করা হয়।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস রাতে এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে ‘আরেকজন অনলাইন অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে সংঘটিত বর্বর অপরাধ এবং সহিষ্ণুতার ওপর আঘাত’ হিসেবে উল্লেখ করেন।
এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত এবং আগের সব ব্লগারের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।
নিলয় কাজ করতেন একটি বেসরকারি সংস্থায়; সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার এই ব্লগার ইস্টিশন ব্লগে লিখতেন ‘নিলয় নীল’ নামে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে উঠা গণজাগরণ মঞ্চেরও সক্রিয় কর্মী ছিলেন তিনি। ( সুত্রঃ ইত্তেফাক)