এফবিআই সহযোগিতার প্রশ্নে সিদ্ধান্ত হয়নি।

এফবিআই সহযোগিতার প্রশ্নে সিদ্ধান্ত হয়নি।

অনলাইন ডেস্ক: ১১ আগস্ট ২০১৫

বাংলাদেশে ব্লগার নিলাদ্রি চ্যাটার্জীকে হত্যার মামলার তদন্তে গোয়েন্দা পুলিশ মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই যে সহযোগিতা দিতে চেয়েছে, সে ব্যাপারে বাংলাদেশ এখনও সিদ্ধান্ত নেয়নি।

গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলেছেন, তদন্তের কোন ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন সেটা নির্দিষ্ট করার পরই বাংলাদেশের গোয়েন্দা পুলিশ সহযোগিতা চাইবে।

লেখক অভিজিৎ রায় হত্যার মামলায়র তদন্তে সহায়তার ব্যপারে এফবিআই-এর একটি দল যেদিন ঢাকায় এসেছে, তার একদিন আগে গত ৭ই অগাস্ট ঢাকায় আরেকজন ব্লগার নিলাদ্রী চ্যাটার্জীকে হত্যার ঘটনা ঘটেছে।

এমন পটভূমিতে ঢাকার গোয়েন্দা পুলিশের সাথে এফবি আই দলের বৈঠকে সর্বশেষ হত্যাকান্ডের বিষয়টিও আলোচনায় এসেছে। এই হত্যাকান্ডের ব্যপারেও তদন্তে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে এফবিআই।

গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাহবুব আলম বলেছেন, নিলাদ্রী চ্যাটার্জিকে হত্যার ঘটনার তদন্তে কোন ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হতে পারে, সেটা সুনির্দিষ্ট করার পরই তারা এফবিআইকে জানাবেন।

তিনি উল্লেখ করেন, তাদের সাথে এফবিআই এর বৈঠকে লেখক অভিজ্যিৎ রায়কে হত্যার মামলার কিছু বিষয়ে বিশ্লেষণ করা হয়েছে।

ঢাকার গোড়ানে ৫-তলা বাসায় ঢুকে ব্লগার নিলাদ্রী চ্যাটার্জিকে হত্যা মামলার ভারও গোয়েন্দা পুলিশের কাছে দেয়া হয়েছে।

চলতি বছরই এর আগে আরও তিনজন ব্লগারকে হত্যার যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোরও তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।

ব্লগারদের এই হত্যার ঘটনাগুলোর মধ্যে অভিজিৎ রায়কে হত্যার মামলাতেই শুধু এফবিআই তদন্তে সহযোগিতা করছে।

আততায়ীর শিকার বাংলাদেশের ব্লগার

আততায়ীর শিকার বাংলাদেশের ব্লগার

গত ফেব্রুয়ারিতে যখন অভিজিৎ রায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হত্যা করা হয়, তার পরপরই এফবিআই দল ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি কিছু আলামত সংগ্রহ করেছিল।

গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মাহবুব আলমের বক্তব্য হচ্ছে, তদন্তের ক্ষেত্রে কারিগরি দিক থেকে তাদের কিছু সীমাব্ধতা আছে।

সেখানে ইন্টারনেট ভিত্তিক তথ্য যাচাই এবং ডাটাবেজ এর ব্যপারে এফবিআই এর সহযোগিতা নেয়া হচ্ছে। এফবিআই এর ল্যবরেটরিতে ফরেনেসিক পরিক্ষার জন্যও কিছু আলামত পাঠানো হয়েছে।

সেগুলোর প্রতিবেদন এফবিআই এখনও দেয়নি। গোয়েন্দা পুলিশ প্রতিবেদনগুলো দ্রুত চেয়েছে বলেও পুলিশের ঐ কর্মকর্তা জানিয়েছেন।

ব্লগারদের হত্যার ঘটনাগুলোর তদন্তে অগ্রগতি যে দৃশ্যমান নয় সেজন্য পুলিশের তদন্তে দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে আইন ও সালিশ কেন্দ্রসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন।

তবে পুলিশের সাবেক আইজি নূরুল হুদা বলেছেন, তদন্তে পুলিশের দক্ষতা নিয়ে তার সন্দেহ নেই।

তিনি আরও বলেছেন,স্পর্শকাতর এবং ভিন্ন ধরণের হত্যাকান্ডের তদন্তে ফরেনসিক পরীক্ষাসহ কারিগরি কিছু বিষয়ে সঠিক রিপোর্টের জন্য সাধারণত পুলিশ এফবিআইয়ের সহযোগিতা নিয়ে থাকে। এফবিআই থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। (সুত্রঃ বিবিসি বাংলা)