বাংলাদেশ সফর নিয়ে রোমাঞ্চিত স্মিথ

বাংলাদেশ সফর নিয়ে রোমাঞ্চিত স্মিথ

অনলাইন ডেস্কঃ ১১ আগস্ট ২০১৫

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলের খোলনলচে যাচ্ছে বদলে। ভিন্ন কিছু না ঘটলে মাইকেল ক্লার্কের জায়গায় অস্ট্রেলিয়ার অধিনায়ক হচ্ছেন স্টিভেন স্মিথ। অ্যাশেজে খেলা বেশ কয়েকজনকে দেখা যাবে না বাংলাদেশ সফরে। আর ভিন্ন এই কন্ডিশনে ভালো করার প্রত্যাশা থাকলেও সফরটাকে চ্যালেঞ্জই মানছেন স্মিথ।
অক্টোবরের শুরুতে বাংলাদেশ সফরে স্মিথের বয়স হবে ২৬ বছর চার মাস। অস্ট্রেলিয়ার ইতিহাসের সর্বকনিষ্ঠ পূর্ণ সময়কার অধিনায়ক হবেন তিনি। যদিও এখনো অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু স্মিথই অস্ট্রেলিয়ার পরবর্তী অধিনায়ক, তা নিশ্চিত।
অস্ট্রেলিয়াকে এর আগে তিন টেস্টে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। গেলো গ্রীষ্মে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে। তখন ক্লার্ক ছিলেন ইনজুরি আক্রান্ত। আর স্মিথ দেখছেন ভিন্ন রকমের একটি দল বাংলাদেশ সফর করছে। তার ভাষায়, “বাংলাদেশে দলটা কেমন হবে এখনো ঠিক জানি না…ওটা একেবারে ভিন্ন কন্ডিশনে খেলা। এখানকার চেয়ে ওখানে ভিন্ন কিছু খেলোয়াড় থাকতে পারে।” এর সাথে স্মিথ যোগ করেছেন, “অস্ট্রেলিয়া দলে নতুন কয়েকজনের অন্তর্ভূক্তি রোমাঞ্চ জাগানোর মতো। আশা করি আন্তর্জাতিক ক্রিকেটে তারা তাদের চিহ্ন রেখে যেতে পারবে।”
ডেভিড ওয়ার্নার সম্ভবত বাংলাদেশ সফরে থাকবেন স্মিথের ডেপুটি হিসেবে। আর ৩২ টেস্ট খেলা স্মিথ মনে করেন, বাংলাদেশে দুই টেস্টের সিরিজটা কঠিনই হবে। বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য বাংলাদেশে খেলা কঠিনই হবে। তাই স্মিথ মনে করেন, বাংলাদেশে গিয়ে তাদের শুরুতেই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। ইংল্যান্ডে অ্যাশেজ হারলেও বাংলাদেশে ভালো করার প্রত্যয় স্মিথের কণ্ঠে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া দল। ( সুত্রঃ কালেরকন্ঠ)