ঢাকায় চেকপোস্টে মিলিটারি পুলিশের ওপর হামলা

ঢাকায় চেকপোস্টে মিলিটারি পুলিশের ওপর হামলা

অনলাইন ডেস্কঃ ১০ নভেম্বর ২০১৫

গাবতলী ও আশুলিয়ায় পুলিশের তল্লাশিচৌকিতে হামলার পর এবার রাজধানীতে কুপিয়ে জখম করা হয়েছে এক মিলিটারি পুলিশ সদস্যকে। কচুক্ষেতে মিলিটারি পুলিশ (এমপি) তল্লাশিচৌকির সামনে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।ওই মিলিটারি পুলিশ সদস্যের নাম সামিদুল ইসলাম। তিনি ১৩ এমপির ল্যান্স কর্পোরাল।আহত অবস্থায় তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান এ তথ্য জানিয়ে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তাঁর নাম প্রকাশ করা হয়নি। র‍্যাব ও মিলিটারি পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।ঘটনাস্থলের বেশ কাছেই গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদর দপ্তর। ওই এলাকায় সব সময় কড়া নিরাপত্তাব্যবস্থা থাকে। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলেছে, সকাল পৌনে ১০টার দিকে কাফরুল এলাকায় কর্তব্যরত এক মিলিটারি পুলিশকে একজন পথচারী পেছন থেকে ধারালো অস্ত্রের মাধ্যমে আঘাত করেছে।এতে ওই মিলিটারি পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন।

এ সময় কর্তব্যরত অপর সামরিক সদস্যরা সন্দেহভাজন একজন হামলাকারীকে আটক করেছেন। এ ঘটনার বিস্তারিত জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সূত্রে জানা গেছে, ওই সড়কে রিকশা চলাচল নিষিদ্ধ থাকলে সকাল সাড়ে নয়টার দিকে এমপি তল্লাশিচৌকির সামনে দিয়ে একটি রিকশা সোজা দক্ষিণ দিকে যাচ্ছিল। সামিদুল রিকশাটিকে থামিয়ে রিকশাচালকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ৩০-৩৫ বছর বয়সী এক যুবক পেছন দিক থেকে তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে যুবকটি তাঁর বাম ঘাড়ে ও চোয়ালে আঘাত করতে থাকে। বাধা দিতে গেলে সামিদুলের হাতেও আঘাত করা হয়। এ সময় তল্লাশিচৌকির অন্যরা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে এলে ওই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পেছনে ধাওয়া করে উত্তর কাফরুলের একটি বাসার পাঁচতলা থেকে তাঁকে ধরে ডিজিএফআই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। কাফরুল থানার এস আই আবদুল হালিম জানান, মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম বলেন, কর্তব্যরত একজন মিলিটারি পুলিশকে কোপানো হয়েছে।

এ ঘটনায় একজনকে আটকও করা হয়েছে।তবে আহত বা আটক- কারও নামই তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। জানা গেছে, একটি রিকশা কচুক্ষেত থেকে ক্যান্টমেন্টে ঢোকার সময় চেকপোস্টে দায়িত্বরত এক এমপি (মিলিটারি পুলিশ) সদস্য বাহনটি থামান। তিনি রিকশার হাওয়া ছেড়ে দিতে গেলে পেছন থেকে তাকে দা বা চাপাতি দিয়ে কোপানো হয়। মো. সালাউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, রিকশাওয়ালাই ওই মিলিটারি পুলিশকে কুপিয়েছে। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি। ঘটনার পরপরই আহত এমপি সদস্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উপস্থিত এমপি ও সেনাসদস্যরা ওই রিকশাওয়ালাকেও আটক করেন। তবে তার নাম জানাননি তারা।হামলার ঘটনার পর পর উৎসুক জনতা ওই চেকপোস্টের কাছে ভিড় জমান। খবর পেয়ে কাফরুল থানার কর্মকর্তারাও সেখানে ছুটে যান। পরে মিলিটারি পুলিশ ও সেনা সদস্যরা জনতাকে সরিয়ে দেয়। এ বিষয়ে যোগাযোগ করা হলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, উনি সামান্য আহত হয়েছেন। পরে আপনাদের বিস্তারিত জানানো হবে। (সুত্রঃ ফোকাস বাংলা )