সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশের মধ্য দিয়ে অস্ট্রেলিয়াতে সাংবাদিক, সম্পাদক ও সকল মিডিয়া কর্মীদের একসাথে কাজ করার লক্ষে একটি সম্মিলিত সংগঠন গড়ার পরিকল্পনা নিয়ে গত ৮ই নভেম্বর রোববার প্রবাসী সাংবাদিক, লেখক ও সহিত্যিকদের উপস্থিতিতে অস্ট্রেলিয়ার সিডনিতে রকডেল বনফুল ফাংশান সেন্টারে একটি সম্মেলন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যা ৮টায় পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মুল অনুষ্ঠান পরিচালনায় সভাপতির দায়িত্ব পালন করেন এসবিএস রেডিওর বাংলা বিভাগের প্রধান আবু রেজা আরেফিন। তিনি উপস্থিত কবি, লেখক, সাহিত্যিক, সম্পাদক, সাংবাদিক ও অন্যান্য অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করেন। তিনি দেশ বিদেশ পত্রিকার সম্পাদক জনাব বদরুল আলম কে আহবায়ক ও বিদেশ বাংলা২৪ ডটকম সম্পাদক জনাব আবদুল মতিন কে সদস্য সচিব করে অনুষ্ঠানের শুরুতে এই আহবায়ক কমিটির সম্মেলন সূচনা করেন। পরবর্তীতে মুক্ত মঞ্চের সম্পাদক আল নোমান শামীম অনুষ্ঠানটি সঞ্চালন করেন।
তিনি জানান, গত ২ নভেম্বর সিডনীর একটি স্থানিয় হেটেলে অষ্ট্রেলিয়ার বাংলাদেশ কমিউনিটির সকল সংবাদ মাধ্যমের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক হয়। উক্ত বৈঠকে অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস কাউন্সিল’ নামে একটি সংঘঠন করার প্রাথমিক প্রস্তাবনা গৃহীত হয়। সেখানে ১৭ সদস্যর একটি অস্থায়ী আহবাহক কমিটি গঠন করা হয়। তবে অনেক সাংবাদিক সেই বৈঠকে উপস্থিত না থাকায় তারা স্থায়ী কোন সিধান্তে পৌছতে পারেননি। তারই পরিপেক্ষিতে নুতন করে এই সম্মেলন ও মত বিনিময়ের আয়োজন করেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে সিডনীর তথা সমগ্র অষ্ট্রেলিয়ায় প্রবাসী সাংবাদিকদের মধ্যে নানা ধরনের মত বিনিময় হয়। কেউ প্রশ্ন তুলেছেন সংগঠন নিয়ে, কারো ছিল দায়বদ্বতা নিয়ে আবার কেউ প্রস্তাব করেছেন একনিষ্ঠতা নিয়ে। সভাপতির বক্তব্যে সিনিয়র সাংবাদিক জনাব আবু রেজা আরেফিন দৃঢ়তা ও সহমর্মীতার সাথে চেষ্ঠা করেছেন সুন্দর সমোঝতা করে প্রশ্নের উত্তর দিতে। আহবায়ক কমিটি তাদের সাধ্যমত চেষ্ঠা করেছেন সবাইকে নিয়ে একটা নতুন সংগঠন করার। আহবায়ক কমিটি ও নব গঠিত কাউন্সিলের কর্মকর্তারা জানান সংগঠনের সদস্যপদ সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে।
সম্মেলনে সাংবাদিক সমাজ ছাড়াও উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক লেখক, সাহিত্যিক ও সমাজসেবক। সম্মেলনে অন্যান্য অনেক সম্মানিত বাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা-সিডনীর সম্পাদক আনিসুর রহমান, বাংলা বিভাগের প্রধান আবু রেজা আরেফিন, মুক্ত মঞ্চের সম্পাদক আল নোমান শামীম, বাসভূমির সম্পাদক আকিদুল ইসলাম, লেখক ও কলামিষ্ট ড রতন কুণ্ড, বিদেশ বাংলা টেলিভিশনের প্রযোজক রহমত উল্লাহ, ভয়েস অব বাংলাদেশ রেডিওর পরিচালক ড নার্গিস ভানু, মুক্তমঞ্চ কন্ট্রিবিউটিং সম্পাদিকা হ্যাপি রহমান,এনটিভি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী রাশেদ শ্রাবন, যমুনা টি ভি’র প্রতিনিধি হাসান তারেক, আর টি ভি প্রতিনিধি সুলতানুল আরেফিন, এবিসি বাংলা ডট নেটের সম্পাদক নাইম আবদুল্লাহ, ও নবধারা নিউজ ডট নেটের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন।
অস্ট্রেলিয়া প্রেস কাউন্সিলের আহ্বায়ক ও দেশ-বিদেশ পত্রিকার সম্পাদক বদরুল আমিন বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার। এরই মধ্যে চিঠি ও প্রেস রিলিজ দিয়ে সবাইকে অবহিত করা হয়েছে।’
অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিল নামে প্রস্তাবিত সংঘঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনকে স্বাগত জানিয়েছে উপস্থিত অনেক সম্পাদক ও সাংবাদিক। সম্মেলনে অংশ নিতে সব সদস্য ও শুভানুধ্যায়ীকে নিমন্ত্রণ জানিয়েছেন আহবায়ক কমিটির কর্মকর্তারা।
উল্লেখ্য যে অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন বিদেশ বাংলা২৪ ডটকম সম্পাদক জনাব আবদুল মতিন ও নবধারা নিউজ ডট নেটের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন। অনুষ্ঠান শেষে নৈশ ভোজের আয়োজনটি স্পন্সর করেন জনাব আব্দুল কাইয়ুম।
(সিডনি প্রতিবেদক )