ঢাকার বিভিন্ন ক্লাব ও হোটেলে সম্ভাব্য হামলা সম্পর্কে দেশটির নাগরিকদের সতর্ক করে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার

ঢাকার বিভিন্ন ক্লাব ও হোটেলে সম্ভাব্য হামলা সম্পর্কে দেশটির নাগরিকদের সতর্ক করে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার

অনলাইন ডেস্কঃ ৩১ ডিসেম্বর ২০১৫

থার্টিফার্স্ট নাইট উদযাপন অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন ক্লাব ও হোটেলে সম্ভাব্য হামলা সম্পর্কে দেশটির নাগরিকদের সতর্ক করে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

বুধবার এক ভ্রমণ সতর্কবার্তা জারি করে এ কথা জানানো হয়েছে।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, অস্ট্রেলিয়া সরকারের ওই সতর্কবার্তায় বলা হয়েছে, ‘এর আগে বাংলাদেশ ভ্রমণের বিষয়ে যে পরামর্শ দেয়া হয়েছিল তা অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশে অবস্থানকালে আপনাকে অবশ্যই সর্বোচ্চ মাত্রায় সতর্ক থাকতে হবে।’

যদি অস্ট্রেলিয়ার কোনো নাগরিক ঢাকায় ডিসেম্বর মাসের শেষ দিকে নতুন বছর বা বড়দিন উদযাপনের জন্য হোটেল, বার বা জনসমাগমস্থলে যান তাহলে তাকে অবশ্যই যথাযথ সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার খ্রিস্টীয় বর্ষবরণকে কেন্দ্র করে থার্টি ফার্স্ট নাইটে ঢাকার হোটেল ও ক্লাবগুলোয় সম্ভাব্য হামলার বিষয়ে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আলাদা বিবৃতিতে দেশ দুটি এ সতর্ক বার্তা দেয়। (সুত্রঃব্রেকিংনিউজ)