সিডনিতে আর টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সিডনিতে আর টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশের ভৌগলিক সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতি প্রসারের প্রত্যয় নিয়ে অস্ট্রেলিয়াতে আর টিভির শুভ উদ্ভধোন হয়েছিলো মাস কয়েক আগে। আর এরই মধ্যে গত ২৭ ডিসেম্বর রোববার সন্ধ্যায় সিডনির রকডেলে উদযাপন করা হয় আর টিভির ১০তম জন্মপূর্তি অনুষ্ঠান। আর টিভির ১১ বছরে পদার্পণ আজ দেশের সংস্কৃতি অঙ্গন ছাড়িয়ে সিডনীতে ও তার ছোঁয়া দিয়েছে  বাংলা সংস্কৃতি পিয়াসী ব্যক্তিত্বদের হৃদয়ে। অনুষ্ঠানের শুরুতে আর টিভির সিডনি প্রতিনিধি সুলতানুল আরেফিনের শুভেচ্ছা বিনিময়ের পর মঞ্চে আসেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক নাট্যকার ও নির্মাতা প্রতিষ্ঠান বাসভূমির কর্ণধার আকিদুল ইসলাম। তার নান্দনিক ও সরস সঞ্চালনার মধ্য দিয়ে সন্ধ্যা ৮টায় অনুষ্ঠানের সূচনা হয়।

আকিদুল ইসলাম তার শুভেচ্ছা বক্তব্যর মাধ্যমে আর টিভির সঙ্গে থাকার জন্য এবং বিভিন্ন গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দেয়ার জন্য কমিউনিটির সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আগামী দিনগুলোতেও আর টিভির সঙ্গে থাকার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এরপর বিদেশবাংলা টেলিভিশনের নির্বাহী প্রযোজক ও সিডনীর অন্যতম পরিচিত মুখ অভিনেতা রহমত উল্লাহকে মঞ্চে আসার আহ্বান জানান। তারপর সম্মিলিত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্ব ছিল সিডনি প্রবাসী ও বাংলাদেশ থেকে আগত বিভিন্ন ব্যক্তিত্বদের শুভেচ্ছা বক্তব্য প্রদান ও আর টিভির প্রতি তাদের প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা নিয়ে অভিমত ব্যক্তকরণ। এ পর্বে একে একে মঞ্চে আসেন কমিউনিটির প্রবীণ উপদেষ্টা গামা আবদুল কাদির, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ শামিমুল হক, এনাম হক, ভয়েস বাংলা রেডিওর পরিচালক ডঃ নার্গিস বানু, বিএনপি অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন আহ্বায়ক মনিরুল হক জর্জ, বিদেশবাংলা২৪ডট কমের সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিন, বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলসের সভাপতি ফজলুল হক শফিক,  অ্যাডভোকট মোবারক হোসেন সহ আরও অন্যান্য সম্মানিত বাক্তিবর্গ। বাংলাদেশ থেকে আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সিনিয়র এস পি সেলিমা ফেরদৌস, জনপ্রিয় গায়ক ডি রকস্টার শুভ, জনপ্রিয় অভিনেত্রি প্রসুন আজাদ এবং মডেল, অভিনেত্রি ও পরিচালক নন্দীনি।

দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক সন্ধ্যা। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অত্যন্ত চমৎকার ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে দেশীয় সুরের মূর্ছনায় শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বের পরপরই কেক কেটে অস্ট্রেলিয়ায় আর টিভির ১১তম জন্মদিনের জন্য শুভাশিস কামনা করা হয়। এরপর অতিথিদের সম্মানে ছিল নৈশভোজের আয়োজন।

আর টিভির এই আনন্দঘন মুহূর্তে অস্ট্রেলিয়া আর টিভি’র প্রধান প্রতিনিধি সুলতানুল আরেফিন জানান, দর্শক জরিপে আর টিভি একটানা ৪৪ সপ্তাহ শীর্ষস্থান দখল করে ছিল। ফেসবুকে প্রায় ৫৪ লাখ দর্শক ও ভক্তদের লাইক নিয়ে এই জনপ্রিয় টিভি চ্যানেল জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এছাড়াও আর টিভি অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের যেকোনো গঠনমুলক অনুষ্ঠান অত্যন্ত গুরুত্ব সহকারে প্রচার করে থাকে। আসছে দিনগুলোতে আর টিভির জন্য আশীর্বাদ ও শুভকামনা চেয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। ( সিডনি প্রতিবেদক)