সিডনিতে চলছে বাংলা আর্ট এক্সিবিশন

সিডনিতে চলছে বাংলা আর্ট এক্সিবিশন

নাইম আবদুল্লাহঃ বাংলা আর্ট এক্সিবিশন মূলতঃ দেশে বিদেশে বসবাসরত বাংলাদেশী শিল্পীদের একটি সমন্বিত প্লাটফর্ম। যারা প্রবাসে দেশ ও সংস্কৃতি নিয়ে কাজ করছে তাদেরকে উৎসাহিত করতে এই প্রতিষ্ঠানটি কাজ করছে। এছাড়াও এই প্রতিষ্ঠানটি নুতন ও প্রতিষ্ঠিত শিল্পীদের জন্য নুতন নুতন সুযোগ তৈরির পাশাপাশি দেশীও শিল্পীদের সাথে অস্ট্রেলিয়ান শিল্পী প্রেমীদের মধ্যে সেতুবন্ধন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।

আজ ও আগামীকাল(রবিবার)বাংলাদেশী অস্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটি ইনক ম্যাকুরি স্ট্রীটের ষ্টেট লাইব্রেরী অফ নিউ সাউথ ওয়েলেস এ বাংলা আর্ট এক্সিবিশনের আয়োজন করেছে। 

আজ ষ্টেট লাইব্রেরীর ডিক্সন রুমে সকাল ১১ টায় প্রদর্শনীর উদ্বোধনের পর কামরুল হাসানের বিখ্যাত চিত্রকর্ম সহ বিভিন্ন প্রসিদ্ধ শিল্পীদের চিত্র ও শিল্পকর্ম প্রদর্শিত হয়। দুপুর ১২ টা ৩০ মিনিটে ম্যাকুরি রুমে দুপুরের দেশি বিদেশি জলখাবারের পাশাপাশি মেহেদীর কাজ, শিশুদের আঁকা চিত্র দেখানো পর দুপুর ১ টায় ওস্তাদ শাহাদাত হোসেন খানের সরোদ ও ওস্তাদ ইউসুফ আলী খানের তবলার সাথে নামকরা শিল্পীরা জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বিকেল ৪ টায় অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার মালটিকালচারাল মন্ত্রীর বিশেষ প্রতিনিধি শেইন মাল্লার্ড এবং ক্যাম্বেলটাউন স্টেট এমপি গ্রেগ ওয়ারেন।

আগামীকাল ডিক্সন রুমে সকাল ১০ টায় প্রদর্শনী শুরুর পর সকাল ১১ টায় মেটকালফি অডিটোরিয়ামে স্বল্প দৈর্ঘ্য চলচিত্র প্রদর্শিত হবে। দুপুর ১২ টা ৩০ মিনিটে ম্যাকুরি রুমে দুপুরের দেশি বিদেশি খাবারের ব্যবস্থা থাকবে। বিকেল ৪ টায় অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে।

আয়োজক কমিটি বাংলাদেশী সবাইকে এই প্রদর্শনীতে অংশগ্রহন করার জন্য বিনীত আহবান জানিয়েছেন।