গতকাল থেকে টানা বর্ষণ ও ঝড়ে সিডনির অনেক বাড়িঘর পানির নিচে তলিয়ে যায়

গতকাল থেকে টানা বর্ষণ ও ঝড়ে সিডনির অনেক বাড়িঘর পানির নিচে তলিয়ে যায়

নিজস্ব প্রতিনিধি :গতকাল থেকে টানা বর্ষণ ও ঝড়ে  অনেক বাড়িঘর পানির নিচে তলিয়ে যায় ।  SES  এই পর্যন্ত সাহায্যের জন্য অধিক ৮০০০ পেয়েছেন এবং গত ৪৮ ঘন্টার মধ্যে ২00 জনেরও বেশী বন্যা উদ্ধার সম্পন্ন করেছিলেন।  লিসমরে ৯.১ মিটার পানিরে নিচে তলিয়ে যায় এবং ৫০০ জনকে উদ্ধার করেন SES  এর কর্মী বাহিনী।এছাড়া আরো কয়েক শ` মানুষ বন্যার কারণে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
নিউ সাউথ ওয়েলস-এর  অধিকাংশ বাড়ি-ঘরে বন্যার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

কফস  হার্বার  এর  বন্যা পরিস্থিতি ভহাবহ সীমার মধ্যে অবস্থান করছে।
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আকস্মিক বন্যা এবং প্রচণ্ড ঝড়ে ২৬ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে।
বৈরি আবহাওয়ার কারণে সিডনি বিমানবন্দরের তিনটি রানওয়ের দুইটিই বন্ধ রাখা হয়েছে।

এছাড়া সাংহাই থেকে আসা Qantas এয়ারওয়েজের একটি ফ্লাইট নির্দিষ্ট রানওয়েতে অবতরণ না করে একটি সেনা ঘাঁটিতে অবতরণ করেছে।