অনলাইন ডেস্ক: অ্যান্ডি মারেকে হারিয়ে প্রথমবার ফরাসি ওপেন জিতলেন নোভাক জোকোভিচ। রোববার ফরাসি ওপেনের ফাইনালে অ্যান্ডি মারেকে ৩-৬, ৬-১, ৬-২ ও ৬-৪ সেটে হারালেন জোকার। একই সঙ্গে টানা চারটি গ্র্যান্ডস্লাম জিতে রেকর্ড। কেরিয়ার গ্র্যান্ডস্লাম পূর্ণ হল জোকোভিচের।
এদিন শুরু থেকেই জোকারের সার্ভিসের সামনে বেশ বেগ পেতে হচ্ছিল মারেকে। প্রথম সেটে অনায়াসে হারিয়ে দিয়েছিলেন অ্যান্ডি মারে। তারপরেই ঘুরে দাঁড়ান জোকোভিচ। স্রেফ দাঁড়াতে দেননি প্রতিপক্ষকে।
দ্বিতীয় বাছাই মারের সামনেও ছিল প্রথম ফরাসি ওপেনের শিরোপার হাতছানি। কিন্তু জোকারের অদম্য পারফরম্যান্সের কাছে হার মানতেই হল তাকে। বছরের শুরুতে দুটি গ্র্যান্ডস্লামে জয়ী অ্যান্ডি মারেকে হারিয়েই অস্ট্রেলিয়ান ওপেনে ষষ্ঠ শিরোপা জিতেছিলেন জোকোভিচ।
ফরাসি ওপেনের শিরোপা হাতে জোকার স্বীকার করলেন, এই জয়টার জন্যই তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।
আপ্লুত জোকোভিচের কথায়, এটা আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত, আমার কেরিয়ারের সবচেয়ে বড় ঘটনা। আজকের মতো আমি আগে কখনও রোলাঁ গারোকে অনুভব করিনি। আজ দর্শকদের ভালোবাসা অনুভব করলাম।