ইমতিয়াজ কায়েস রিশা:গত পঁচিশে সেপ্টেম্বর ওয়েস্টার্ন সিডনির লিজার্ড লগ পার্কে অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়াতে বসবাসকারী প্রাক্তন ক্যাডেটদের ক্যাডেটস ডে আউট। দুইশ আশি জন এক্স ক্যাডেট এবং তাদের পরিবার পরিজন মিলিয়ে সর্বমোট সাতশো প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের এই চমৎকার এবং রঙিন আয়োজনটির মধ্য দিয়ে পথ চলা শুরু করলো এক্স ক্যাডেটস ফোরাম অস্ট্রেলিয়া ( ইসিএফএ)।
গত কয়েক মাস ধরে চলছিল অনুষ্ঠানটি আয়োজনের এবং জোগাড়-যন্ত্রের পরিকল্পনা। বিভিন্ন বয়েসী অসংখ্য স্বেচ্ছাসেবী এক্স ক্যাডেটরা নিঃস্বার্থভাবে পরিশ্রম করেছে এই মনোজ্ঞ আয়োজনটির সফলতার জন্য। ক্যাডেটস ডে আউট এর শুরুতে সকল এক্স ক্যাডেটদের জন্য বিতরণ করা হয় একটি করে ইসিএফএ লোগো অংকিত নীল টিশার্ট, বাদামি ক্যাপ, নেম ট্যাগ এবং রঙিন ক্যাডেটস ডে আউট প্রকাশনা। এরপর অনুষ্ঠিত হয় ক্যাডেটস মার্চপাস্ট। বিভিন্ন ক্যাডেট কলেজের রঙিন পতাকায় শোভিত মার্চপাস্টটি ছিল যেন সময়-সড়কের উজান ভ্রমণ।
মার্চপাস্টে সালাম গ্রহণ করেন সর্ববয়োজেষ্ঠ্য প্রাক্তন ক্যাডেট। মার্চপাস্ট শেষ হয় সকল ক্যাডেটদের গাওয়া জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ দিয়ে। জাতীয় সংগীত গাওয়ার সময় ক্যাডেটরা বিশেষভাবে আবেগময় হয়ে ওঠে। দিনের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল শিশুদের এবং ক্যাডেটদের নানান প্রতিযোগিতা এবং ক্যাডেটদের পরিবারের সদস্যদের জন্য রচনা প্রতিযোগিতা। দুপুরের চমৎকার মধ্যাহ্ন ভোজনের পর শুরু হয় আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশিত হয় ক্যাডেট এবং ক্যাডেট পরিবারের সদস্যদের আকর্ষণীয় গান, আবৃত্তি, নাচ, অভিনয়, স্মৃতিচারণ ইত্যাদি। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে সিডনির প্রখ্যাত ব্যান্ড ‘এইট নোটস’ লিজার্ড লগ পার্কটিকে মাতিয়ে রাখে। ক্যাডেটস ডে আউট অনুষ্ঠানটির শেষ হয় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং রেফেল ড্র এর মধ্য দিয়ে। এ কথা না বললেই নয় যে সারাদিন সব এক্স ক্যাডেটদের চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক এবং স্মৃতিময়তার আবেগ।
ক্যাডেটস ডে আউট অনুষ্ঠানটি ইসিএফএ’র পথ চলার প্রথম মাইল ফলক। ইসিএফএ’র কোনো কমিটি নেই – কোনো একক নেতৃত্ব নেই। ইসিএফএ’র স্বেচ্ছাসেবীদের সম্মিলিত মনের এবং কণ্ঠের শ্লোগান ” আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে”। এ কারণেই এই সংবাদটিতে আলাদা করে কোনো প্রাক্তন ক্যাডেটের নাম প্রকাশ করা হলো না। এই চমৎকার এবং বিশাল অনুষ্ঠানটির সফলতার দাবিদার দূর দূরান্ত ( পার্থ, এডিলেড, মেলবোর্ন, ব্রিসবেন, ক্যানবেরা ইত্যাদি) থেকে আগত এক্স ক্যাডেটরা।