অস্ট্রেলিয়া মাতিয়ে বাংলাদেশে ফিরল মাইলস-ওয়ারফেজ

অস্ট্রেলিয়া মাতিয়ে বাংলাদেশে ফিরল মাইলস-ওয়ারফেজ

অস্ট্রেলিয়াতে মাইলসঅস্ট্রেলিয়াতে মাইলস

অনলাইন ডেস্কঃ গত ১ অক্টোবর অস্ট্রেলিয়ায় ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়ালেস এর সায়েন্স থিয়েটারে আয়োজিত হয় জমকালো সংগীতসন্ধ্যা ‘বাংলাদেশ নাইট ২০১৬’। এবারের আয়োজনে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে ব্যান্ড মাইলস ও ওয়ারফেজ, সঙ্গে ছিল ডি জে রাহাত এর আকর্ষণীয় পরিবেশনা। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন লাক্স তারকা মুনমুন। একটি সফল ও মনোমুগ্ধকর পরিবেশনা শেষে আজ দেশে ফিরেছেন তারকারা।

সিডনিভিত্তিক চ্যারিটি অর্গানাইজেশন লিসেন ফর, যারা কাজ করেন বাংলাদেশের পথশিশুদের নিয়ে। লিসেন ফর এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশের স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ক্রিয়েটো’র সার্বিক সহযোগিতায় গত বছর থেকে অস্ট্র্রেলিয়ায় অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ নাইট’। এই আয়োজনটির সঙ্গে আরও সম্পৃক্ত রয়েছে সেভ দ্য চিলড্রেন, অস্ট্রেলিয়া। গত বছর বাংলাদেশ নাইট এ পারফর্ম করে ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, কনা, বেসবাবা সুমন ও ডি জে রাহাত।

অনুষ্ঠানটির সঙ্গে গতবারের মতো এবারো যুক্ত হয়েছে বাংলাদেশের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ক্রিয়েটো’। অনুষ্ঠানটি নিয়ে এ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী রাশিদ খান বলেন, ”গতবারের মতো এবারো আমরা যুক্ত হয়েছি। আমরা এ ধরনের ইভেন্টের সঙ্গে আরো কাজ করতে চাই। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য অনলাইনে টিকিট কেনার ব্যবস্থাও থাকবে। এবারের আয়োজনে চমক হিসেবে থাকছে অত্যাধুনিক ভিসুয়্যাল ইফেক্ট।”

অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে আজ সকালে ঢাকায় ফিরে ডি জে রাহাত কালের কণ্ঠকে বলেন, ”একটি অসাধারণ অনুষ্ঠান ছিল। আমরা দারুণ রেসপন্স পেয়েছি। প্রতিষ্ঠিত দুটি ব্যান্ডের নজরকাড়া পারফরমেন্স সবার প্রশংসা কুড়িয়েছে। কানায় কানায় পূর্ণ ছিল থিয়েটার হলটি। অনুষ্ঠানের চার দিন আগেই সব টিকিট বিক্রি হয়ে যায়। সর্বোপরি, একটি সফল অনুষ্ঠান করে আমরা ফিরেছি।” ( সূত্র:কালেরকন্ঠ)