অনলাইন ডেস্কঃ জীবন-জীবিকার খোঁজে নানান পেশায় সঙ্গে আমরা যুক্ত হয়ে থাকি৷ কেউ ডাক্তার তো কেউ ইঞ্জিনিয়র৷ কিন্তু কেউ কি কোনও দিন চা-ওয়ালা বা চা-ওয়ালি হতে চায়৷ যদি না চায় তবে এই কাহিনী তাদের জন্য৷
ইনি হলেন ২৬ বছরের প্রবাসী ভারতীয় উকিল উপমা ভারদি৷ যিনি বর্তমানে অস্ট্রেলিয়ার সেরা মহিলা ব্যবসায়ী ২০১৬র খেতাব পেয়েছেন৷ গত সপ্তাহে সিডনিতে তাঁর হাতে এই পুরস্কার তুলে দিয়েছে ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান বিজনেস অ্যান্ড কমিউনিটি৷ ভারতীয় চায়ের প্রতি ভালোবাসাই উপমাকে অস্ট্রেলিয়ার সেরা ‘চায়েওয়ালি’ করে তুলেছে৷
তাঁর এই পেশাকে নিয়ে কী বলছেন উপমা? তিনি জানালেন, ভারতবর্ষের জনজীবনে চা সবসময়ের সঙ্গী৷ তা কোনও খুশির মুহূর্তই হোক বা কোনও খারাপ৷ কিন্তু অস্ট্রেলিয়াতে থাকাকালীন এমন ভালো চায়ের ঠেকের খুঁজে পাচ্ছিলেন না তিনি৷ ফলে দু’বছর আগে সেই পাওনা মেটাতেই মাঠে নামা উপমার৷
তাঁর এই পেশাকে নিয়ে কী বলছেন উপমা? তিনি জানালেন, ভারতবর্ষের জনজীবনে চা সবসময়ের সঙ্গী৷ তা কোনও খুশির মুহূর্তই হোক বা কোনও খারাপ৷ কিন্তু অস্ট্রেলিয়াতে থাকাকালীন এমন ভালো চায়ের ঠেকের খুঁজে পাচ্ছিলেন না তিনি৷ ফলে দু’বছর আগে সেই পাওনা মেটাতেই মাঠে নামা উপমার৷
শুধু চা বিক্রিই নয়, সঙ্গে সঙ্গে কেমন করে সুস্বাদু ও আকর্ষনীয় চা বিক্রি করা যায় তাও শেখান উপমা৷ তবে এইসবের মধ্যে তাঁর ওকালতি কিন্তু ছাড়েননি তিনি৷ পুরোদমে চলছে তা৷ (সূত্রঃ কোলকাতা২৪X ৭)