‘যুদ্ধ নয় শান্তি’ এই হউক আমাদের ইংরেজী নবর্ষের অঙ্গীকার। সব সুখস্মৃতিকে সঙ্গে রেখে ২০১৬ সালের বিস্মৃতিকে বিদায় করে ২০১৭ কে স্বাগতম জানালো বর্ণিল আতশবাজি দিয়ে পৃথিবীকে নতুন বৎসরের আগমন বার্তা দিল প্রশান্ত মহাসাগরের দেশ অস্ট্রেলিয়া। জাঁকজমকপূর্ণ এই আয়োজন উপভোগ করতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেও পর্যটকরা অস্ট্রেলিয়ায় ছুটে আসেন ।
সিডনির নববর্ষ উদযাপন যে কেন পৃথিবী বিখ্যাত সেটা তারা প্রমাণ করেছে বর্ণিল আতশবাজি, উৎসব এবং কোটি মানুষের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে।
নববর্ষ উপলক্ষে ৩১ সে ডিসেম্বরে শনিবার সন্ধ্যায় সিডনি হারাবার ব্রিজ যেন আলোকসজ্জা এবং আতশবাজিতে রীতিমত বিস্ফোরিত হয়েছে। নববর্ষের সম্মানে তারা দেশব্যাপী আয়োজন করেছেন সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সিডনির অপেরা হাউসে স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে আতশবাজির মধ্যদিয়ে নতুন বছর বরণ করে নেয় অস্ট্রেলীয়রা।
অস্ট্রেলিয়াজুড়ে দুইটি পর্বে হয় আতশবাজি। একটি হয় রাট নয়টায় আরেকটি হয় ঠিক রাত ১২টায়। বড় ইভেন্ট কেন্দ্রগুলো ছাড়াও প্রতিটি কাউন্সিল থেকে এই আতসবাজির আয়োজন করে থাকে অস্ট্রেলিয়াতে। ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে পারিবারিকভাবে সকল বর্ণ, ধর্ম ভুলে সবাই এই আনন্দ উপভোগ করে থাকে সারা অস্ট্রেলিয়াতে।
সারা বিশ্বব্যাপী ইতিমধ্যেই তুমুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হয়ে গেছে নতুন বছরের আগমনী উৎসব।
অস্ট্রেলিয়ায় মত বিশ্বের অন্যান্য দেশেও শুরু হয়েছে নব বর্ষের সময় গণনা। কোটি কোটি মানুষ অপেক্ষা করছে শেষ মুহূর্তের। তাদের সবার একটাই প্রত্যাশা- নতুন বছর পুরনোটার মত হবে না। নতুন বছর হবে আশা ও আকাঙ্ক্ষার বছর। সমস্ত যুদ্ধের ইতি ঘটবে আসছে বছর, মানুষ শান্তি ফিরে পাবে। এই মুহূর্তে বিশ্বে জুড়ে যত অনাচার আর দুঃখ-দুর্দশা চলছে তার অবসান ঘটবে। সেই আশাতে তারা একে অন্যকে হাশিমুখে বলছে ‘হ্যাপি নিউ ইয়ার’।