চলন্ত গাড়ির উইন্ডস্ক্রিনে রেডবেলী সাপ

চলন্ত গাড়ির উইন্ডস্ক্রিনে রেডবেলী সাপ

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের মহাসড়ক ধরে এক নারী তার ব্যক্তিগত গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই তার গাড়ির বনেট থেকে লাল  একটি রেডবেলী সাপ উঁকি দিয়ে বেরিয়ে আসে।  চলন্ত গাড়িতে সাপ দেখে পিলে চমকে যাবার জোগাড় ঐ নারীর।

বুধবার অস্ট্রেলীয় গণমাধ্যম নাইন নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মান্দো আইল্যান্ড স্টেশনের ফেসবুক পেজে ভিডিওটি গতকাল মঙ্গলবার পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, সাপটি গাড়ির সামনের ওয়াইপার দিয়ে মাথা বের কর উঁকি দিচ্ছে। এরপর দেহের অনেকটা অংশ বের করে চারদিকে তাকাতে থাকে।

ফেসবুক পেজে ঐ নারী গাড়িচালক লিখেন, অ্যাডিলেইড থেকে মুন্দু আইল্যান্ড স্টেশনের দিকে ১০০ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলাম। এক ঘণ্টার পথ বাকি ছিল তখনো। হঠাৎ দেখি আমার গাড়ির বনেটের নিচ থেকে একটি সাপ মাথা বের করে উঁকি দিচ্ছে। দিনের আলোতে এমন কাণ্ড দেখে আমার চোখ ছানাবড়া। গাড়িটি একটি ঘোড়ার চারণভূমিতে রাখি। যাতে করে সাপটি বের হয়ে তার পথে চলে যেতে পারে। বেশ কিছুক্ষণের জন্য স্নায়ুবিক অবস্থা দুর্বল হয়ে গিয়েছিল আমার। যাত্রাপথে পুরোটা সময় সে আমাদের সঙ্গে ছিল। গাড়ির ইঞ্জিন থেকে বেরিয়ে আসতে পারেনি সাপটি।

ফেসবুকে তিনি আরো লিখেন, সাপটিকে দেখার পর দ্রুত গাড়ির ভেন্ট বন্ধ করে দেন। এমনকী গাড়ির শীতাতাপ নিয়ন্ত্রণের যন্ত্র চালু করে দেন। যাতে করে সাপটি ভেতরে প্রবেশ করতে না পারে। আজ দুপুর পর্যন্ত সাপটি গাড়ির ভেতরেই ছিল।

ভিডিওটি পোস্ট করার পর এখন পর্যন্ত লক্ষাধিক ফেসবুক ব্যবহারকারী দেখেছেন। (ঢাকাটাইমস)