১১৫তম সিনেটে ইলহাম ওমর সোমালিয়ান বংশোদ্ভব আমেরিকান হিসেবে কোরান নিয়ে সিনেটর হিসেবে শপথ নিয়েছেন গত ৩জানুয়ারি মঙ্গলবার। আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম নারী এবং দ্বিতীয় মুসলিম হিসেবে সিনেটে যোগ দিচ্ছেন। বিশাল আকৃতির কোরান শরীফ নিয়ে ইলহাম ওমর শপথ নেন। এছাড়া এই সিনেটে সবচেয়ে বেশী মাল্টিকালচারাল লোক সিনেটর হিসেবে যোগ দিয়েছেন যদিও তাদের ৮০% লোক এখনো সাদা বর্ণের।
ইলহাম ওমর সোমালিয়াতে জন্ম গ্রহণ করেন ১৯৮২ সালে এবং মিন্নেসোটাতে ডেমোক্র্যাটিক ফার্মার লেবার পার্টি করেন।