আবুল কালাম আজাদঃ বাবা শাশ্বত, চির আপন, চিরন্তন। বিংশ শতাব্দীর প্রথমদিকে থেকে পিতৃ দিবস পালন শুরু হয়। পৃথিবীর সব বাবাদের প্রতি সন্তানের সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের জন্য দিনটি বিশেষভাবে উৎসর্গ করা হয়ে থাকে।
আসলে মা দিবস নিয়ে মানুষ যতটা উৎসাহ দেখায়, বাবা দিবস নিয়ে তেমনটা দেখায় না। মা দিবসে হরেক রকমের আয়োজন থাকলেও; বাবা দিবসে বড়জোর একটি উপহারের মধ্যেই সীমাবদ্ধ থাকে।তাই এই চিন্তা থেকেই বাবাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই বৎসর নবধারা নিউজের সার্বিক সহযোগীতায় এবং তান্না ও মুন্নির উদ্যোগে ‘বাবা দিবস’ আয়োজন করে। সিডনির লিবারপুলে স্থানীয় রেষ্টুরেন্ট হিমালয়ে ‘বাবা দিবস’ এর অনুষ্ঠান পালন করা হয়।
অনুষ্ঠানে শিশুরা তাদের বাবাদের হাতে উপহার তুলে দেয়। বাবার ভালবাসার কথা কাগজে লিখে ও মুখেও ব্যক্ত করে সোনামনিরা। যে কোন ভালবাসাই প্রতিটা ক্ষণের জন্য; শুধু নির্দিষ্ট কোন দিনের জন্য নয়। তবুও প্রতিটি দেশই প্রতিটি দিবসের জন্য নির্দিষ্ট একটি দিন ঠিক করে নেয়।
অনুষ্ঠান উপস্হাপনা করেন নাছিম সামাদ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন ক্যান্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী। নবধারা নিউজের সাংবাদিক সদস্যরাও উপস্থিত ছিলেন।
বাবাদের সম্মান জানাতে বিশ্বের ৮৭টি দেশে বাবা দিবস পালন করা হয় বিভিন্ন সময়ে ও বিভিন্ন রীতিতে। আর অস্ট্রেলিয়াতে ‘বাবা দিবস’ সেপ্টেম্বরের প্রথম রবিবার পালন করে। বাংলাদেশে জুন মাসের তৃতীয় রবিবার এই দিনটি পালন করা হয়।
সবশেষে কেক কেটে ও নৈশ্যভোজের পর অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।