আগামী ১৩ই অক্টোবর সিডনিতে লিসেন ফর সংগঠনের উদ্যোগে ‘বাংলাদেশ নাইট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে ‘ফিডব্যাক’ এবং ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডের জনপ্রিয় শিল্পী মাকসুদ ও ব্যন্ড চিরকুট উপস্থিত থাকবেন। পয়লা বৈশাখের জনপ্রিয় গান ফিডব্যাকের ‘মেলায় যাইরে’। ১৯৯০ সালে এই গানটি লিখেছিলেন এবং গেয়েছিলেন সে সময়ের ফিডব্যাকের অন্যতম সদস্য মাকসুদ। চিরকুট বাংলাদেশের জনপ্রিয় একটি ব্যান্ড। ২০০২ সালে এ ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয়। ২০১২ সালে চিরকুট ব্যান্ড আরটিভি বেস্ট ব্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছেন। লিসেন ফর সংগঠনের আয়োজকরা নবধারা নিউজকে জানান, তারা একটি সফল অনুষ্ঠান করতে যাচ্ছেন এবং অনুষ্ঠানের সংগৃহীত টাকা দু:স্হ্য শিশুদের জন্য প্রদান করা হবে।