অনলাইন ডেস্ক: ০৭ অক্টোবর ২০১৫
রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় বিএনপি নেতাসহ দুইজনকে ১০ দিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক আবু তালেব এই আদেশ দেন। তারা হলেন- রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদুন নবী খান বিপ্লব এবং কুনিওর বাড়িওয়ালা জাকারিয়া বালার শ্যালক হীরা।
গত শনিবার জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডের শিকার হন। ঐদিনই জিজ্ঞাসাববাদের জন্য ছয়জনকে আটক করা হয়। আজ বিপ্লব ও হীরাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন কাউনিয়া থানার ওসি রেজাউল করিম জানান।
গত ৩ অক্টোবর কাউনিয়া উপজেলার আলুটারিতে কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। একটি মোরসাইকেলে করে তিনজন মুখোশধারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। (সুত্রঃ ইত্তেফাক )