অনলাইন ডেস্ক: ০৮ অক্টোবর ২০১৫
২০১৫ সালের রসায়নে নোবেল জিতলেন টমাস লিনদাল, পল মদ্রিচ ও আজিজ সানকার। কোষ কিভাবে ডিএনএ সংশোধন করে সেই প্রক্রিয়া আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়। আট মিলিয়ন সুইডিশ ক্রোনারের এই পুরস্কার তিনজনের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হবে। ১৯০১ সালে চালু হওয়া এই পুরস্কার এই তিন জন সহ মোট ১৬৯ জন ব্যক্তি পেলেন।
পল মদ্রিচ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং হাওয়ার্ড হিউজ মেডিকেল ইন্সটিটিউট ও ডিউক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনে গবেষণা করেছেন। তিনি দেখিয়েছেন কোষ বিভাজনের সময়ে ডিএনএ নিজের প্রতিলিপি তৈরি করে কিভাবে কোষের ত্রুটি সংশোধন করে । সুইডিশ নাগরিক টমাস লিনদাল গবেষণা করেছেন ইংল্যান্ডের দ্য ফ্রান্সিস ক্রিক ইন্সটিটিউটে। তিনি দেখিয়েছেন কিভাবে ডিএনএর আণবিক কমর্কান্ড প্রাণীর টিকে থাকা নিশ্চিত করে। তুর্কি বংশোদ্ভুত আজিজ সানকার নর্থ ক্যারোলাইনা ইউনিভার্সিটিতে গবেষণা করে দেখিয়েছেন প্রাণী কোষ ও ডিএনএর গঠন কিভাবে সুর্যের অতিবেগুনি রশ্মিতে ক্ষতিগ্রস্ত কোষকে রক্ষা করে। বিবিসি ও নিউইয়র্ক টাইমস