অনলাইন ডেস্কঃ নর্থ সিডনি ওভালে একটি প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সের মুখোমুখি বিসিবি একাদশ। বল হাতে সৌম্য-মাশরাফি-তাসকিন-মিরাজরা যখন সিক্সার্সের উইকেট তুলে নিচ্ছিলেন, তখন উল্লাসে মেতে ওঠেন উপস্থিত বাংলাদেশের সমর্থকরা।
আবার ব্যাট হাতে ইমরুল-সৌম্য-মুশফিক-মাহমুদউল্লাহরা যখন সিক্সার্সের বোলারদের বেধরক পেটাচ্ছিলেন, তখন চার-ছক্কার তালে তালে উচ্ছ্বাস করেন ওই সমর্থকরা।
বাংলাদেশের সমর্থকদের এই উল্লাস সিডনি সিক্সার্সের ভালো লাগার কথা নয়, এটা বলা বাহুল্য। তার পরও পেশাদার ক্রিকেট বলে কথা। দলের ব্যর্থতার দিনে প্রতিপক্ষের উল্লাস তো দেখতেই হয়। আর সেটাই দেখতে হয়েছিল সিক্সার্সকে।
তবে জয়-পরাজয় বড় কথা নয়। ক্রিকেট মাঠে নিজ দলকে চাঙ্গা করতে বাংলাদেশি সমর্থকরা যেভাবে গলা ফাটিয়েছেন, তা দেখে মুগ্ধ সিডনি সিক্সার্সের কর্তারা। তাই টাইগার সমর্থকদের প্রশংসা করতে ভুল করেননি তারা।
সিডনি সিক্সার্স তাদের অফিসিয়াল টুইটার পেজে বাংলাদেশি সাপোর্টারদের বন্দনা করেছে এভাবে, ‘যদিও তারা (বাংলাদেশি সমর্থকরা) আমাদের বিপক্ষে গলা ফাটিয়েছেন। তবে এটা দেখে ভালো লেগেছে যে সিডনিতে অনেক বাংলাদেশি ভক্ত ক্রিকেটকে সমর্থন জুগিয়েছেন!’ (সূত্র:জাগোনিউজ )